Saturday, December 5, 2020

চতুর্থ বারের মত শপথ নিলেন,কড়ইবাড়িয়া ইউপির নবঃ চেয়ারম্যান জনাব মোঃ নূর মোহাম্মদ মাস্টার

SHARE

মোঃ আব্দুল্লাহ আল মামুন পাটোয়ারী,কড়ইবাড়িয়া ইউনিয়ন প্রতিনিধিঃ মানবসেবা সংবাদ ২৪.ব্লগস্পট ডটকমঃ

চতুর্থ বারের মত চেয়ারম্যান শফথ নিলেন, বরগুনা জেলার তালতলী উপজেলাধীন কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ নূর মোহাম্মদ মাস্টার, তাকে শফথ বাক্য পাঠ করান বরগুনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ মোস্তাইন বিল্লাহ মহোদয়। শফথ বাক্য পাঠ শেষে বরগুনা জেলার তালতলী উপজেলাধীন কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত নব নির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ নূর মোহাম্মদ মাস্টারকে ফুলেল শুভেচ্ছা জানান শ্রদ্ধেয় বরগুনা জেলা প্রশাসক জনাব মোঃ মোস্তাইন বিল্লাহ মহোদয়। 

এর অাগে গত ২০ অক্টোবর -২০২০খ্রিঃ, রোজ মঙ্গলবার বরগুনা জেলার তালতলী উপজেলাধীন কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ৩ হাজার ২৪ ভোট পেয়ে আ’লীগ প্রার্থী জনাব মোঃ নূর মোহাম্মদ মাস্টার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।  
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোরা মার্কার সতন্ত্র প্রার্থী  ছিলেন জনাব মোঃ মুনসুর মাওলানা তিনি  পেয়েছিলেন ৩ হাজার ৯ ভোট। ১৫ ভোটের ব্যাবধানে বিজয়ী  হয়েছেিলেন আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও প্রবীণ রাজনীতিবীদ জনাব মোঃ নূর মোহাম্মদ মাস্টার, অন্য সতন্ত্র প্রার্থী আনারস মার্কার জনাব মোঃ ইব্রাহিম সিকদার পনু পেয়েছিলেন  ৫২ ভোট, মোট ভোটার ১০ হাজার ৭৭৩ জন। মোট ভোট পড়েছিল ৬ হাজার ১১১ টি ,ভোটার উপস্থিতির হার ছিল ৫৬.৭১ শতাংশ।

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/


(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)


SHARE

0 komentar: