Friday, January 10, 2025

সরকারি চাকরিজীবিদের কার বেতন কত বাড়তে পারে

SHARE

 


বিস্তারিত 

সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন, আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে।
  অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী:  
- ১ থেকে ৩য় গ্রেড: মূল বেতনের ১০%।  
- ৪ থেকে ১০ম গ্রেড: মূল বেতনের ২০%।  
- ১১ থেকে ২০ম গ্রেড: মূল বেতনের ২৫%।  

- সর্বনিম্ন বেতন বৃদ্ধি ৪,০০০ টাকা।  
- সর্বোচ্চ বেতন বৃদ্ধি ৭,৮০০ টাকা।  
কোনো চাকরিজীবী ৪,০০০ টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না।  

মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর, আগের সরকারের দেওয়া ৫% বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকবে না।  

পেনশনভোগী কর্মকর্তা-কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে।  
 
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।  

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান নিশ্চিত করেছেন, চলতি অর্থবছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে নির্দিষ্ট হারে এখনো সিদ্ধান্ত হয়নি।  
 
২০১৫ সালের পে-স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। কিন্তু এ সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন।  
  
মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করে সুপারিশ করেছে

সুত্রঃ দৈনিক ইত্তেফাক, অনলাইন 

দৈনিক ইত্তেফাক পত্রিকার মূল খবরের লিংক

প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন-২০২৫ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

প্রাক থেকে পঞ্চম শ্রেণির ৬ ফেব্রুয়ারী থেকে ৯ ফেব্রুয়ারী সকল বিষয়ের দৈনিক পাঠ-পরিকল্পনা পেতে এখানে ক্লিক করুন

আগামিকালের প্রাক থেকে পঞ্চম শ্রেণির সকল দৈনিক পাঠ-পরিকল্পনা পেতে এখানে ক্লিক করুন



২০২৩ সালের প্রথম শ্রেণির বোর্ড বই নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন।

প্রথম শ্রেণির গণিত বই-২০২৩

প্রথম শ্রেণির বাংলা বই-২০২৩

প্রথম শ্রেণির ইংরেজি বই-২০২৩

২০২৩ সালের প্রথম শ্রেণির শিক্ষক সহায়িকা  নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন।

প্রথম শ্রেণির শিক্ষক সহায়িকা-বাংলা

প্রথম শ্রেণির শিক্ষক সহায়িকা-ইংরেজি

প্রথম শ্রেণির শিক্ষক সহায়িকা-গণিত

প্রথম শ্রেণির শিক্ষক সহায়িকা -সামাজিক বিজ্ঞান ও প্রাথমিক বিজ্ঞান(সমন্বিত)

প্রথম শ্রেণির শিক্ষক সহায়িকা- শারীরিক ও  মানসিক স্বাস্থ্যশিক্ষা

প্রথম শ্রেণির শিক্ষক সহায়িকা-শিল্পকলা

প্রথম শ্রেণির শিক্ষক সহায়িকা-ইসলাম ধর্ম

প্রথম শ্রেণির শিক্ষক সহায়িকা-খ্রীষ্টধর্ম

প্রথম শ্রেণির শিক্ষক সহায়িকা-বৌদ্ধধর্ম


প্রাক-প্রাথমিকেে শিক্ষক সহায়িকা ও অন্যান উপকরণের মোবাইল আ্যাপস ও পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করতে পারেন।

আগামীকালের দৈনিক পাঠ-পরিকল্পনা দেখতে এখানে ক্লিক করুন

প্রাথমিকের বার্ষিক শিখন পরিকল্পনা ও সাপ্তাহিক ক্লাস রুটিন-২০২৩ ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন



নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

করোনাভাইরাসের সর্বশেষ খবর ও লাইভ আপডেট দেখতে নিচে ক্লিক করুন

https://manobsebasongbad24.blogspot.com/2021/04/blog-post_58.html












ডাউনলোড করতে অথবা স্পষ্ট করে দেখতে ছবির উপরে টাচ করুন 

(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)

এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/?m=0







SHARE

0 komentar: