Monday, December 7, 2020

আগামি সাত কর্ম দিবসের মধ্যে প্রাথমিক শিক্ষকদের ই- তথ্য হালনাগাদের নির্দেশ

SHARE




নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

 ২০২১ সাল থেকে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের সকল প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু হচ্ছে। এ জন্য আগামী ৭ দিনের মধ্যে শিক্ষকদের তথ্য ই-প্রাইমারি স্কুল সিস্টেমে হালদনাগাদের নির্দেশ দেয়া হয়েছে।সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) আইএমডি বিভাগের পরিচালক মো. বদিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর ই-প্রাইমারি সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরীক্ষণ বিদ্যালয়ের যাবতীয় তথ্যাবলী (স্কুলের মৌলিক তথ্য, ভূমি, ভবন, কক্ষ, আসাবাবপত্র, নিরাপদ পানির ব্যবস্থা, টয়লেট সুবিধা, আইসিটি শিক্ষক ও অন্যান্য সুবিধাদির তথ্য) ও শিক্ষকদের ব্যক্তিগত তথ্য এবং ২০২০ সালের শিক্ষার্থীর সংখ্যা যুক্ত করতে বলা হয়েছে।অথচ এখনো অনেক বিদ্যালয় এসব তথ্য হালনাগাদ করেনি। কোনো কোনো শিক্ষকের তথ্য একাধিক বিদ্যালয়ে এন্ট্রি করা হয়েছে। কোনো কোনো শিক্ষক বদলি হলেও সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিস, জেলা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস বা বিভাগীয় অফিসের মাধ্যমে সিস্টেমে ডাটা আপডেট করেননি। বিষয়টি অনভিপ্রেত ও গ্রহণযোগ্র নয়। আগামী সাত কার্যবিদসের মধ্যে সব এন্ট্রি করার জন্য অনুরোধ জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শিক্ষক বদলির আবেদন প্রক্রিয়া ২০২১ সাল হতে অনলাইনে নিষ্পন্নকরণ করা হবে বলে ই-প্রাইমারি স্কুল সিস্টেমে সব বিদ্যালয়ের অনুমোদিত পদ ও কর্মরত শিক্ষকের তথ্য দেয়া না হলে বদলি এবং কোনো ধরণের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পরবেন না। ই-মনিটরিং কার্যক্রমে উক্ত শিক্ষকের তথ্য প্রদর্শিত হবে না বলেও উল্লেখ করা হয়েছে।

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/


(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)



SHARE

0 komentar: