নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
অাজ ৫ ডিসেম্বর-২০২০ খ্রিঃ রোজ শনিবার,সহকারী শিক্ষক ঐক্য গড়ো,ন্যায্য দাবি অাদায় করো এই স্লোগান কে সামনে রেখে, সকাল ৮:৩০ ঘটিকায় ঢাকার তোপখানা রোডে অবস্থিত বিএমএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ (এস-১২০৪৮) এর কেন্দ্রীয় কাউন্সিল-২০২০।
উক্ত কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হন,জনাব মোঃ অানিসুর রহমান, ঢাকা,সাধারন সম্পাদক পদে জনাব মোঃ নূরে অালম সিদ্দিকী রবিউল মাদারীপুর ও সাংগঠনিক সম্পাদক পদে, জনাব মোঃ তাইজুল ইসলাম।
এর অাগে উক্ত কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন,মাস্টার রহিমা অাক্তার,ফটিকছড়ি, চট্টগ্রাম, স্বাগত বক্তব্য রাখেন,জনাব এন এ সিদ্দিকী রবিউল, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ (এস-১২০৪৮) কেন্দ্রীয় কমিটি,সমাপনী বক্তব্য রাখেন, জনাব মোঃ অানিসুর রহমান, সাবেক সভাপতি, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ (এস-১২০৪৮) কেন্দ্রীয় কমিটি উক্ত কাউন্সিলে সভাপতিত্ব করেন জনাব মোঃ অাব্দুর রহমান, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ (এস-১২০৪৮) ঢাকা মহানগর কমিটি। উক্ত কাউন্সিলে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ এস-১২০৪৮ এর কেন্দ্রীয় কমিটির তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
, পদগুলো হলো ( ১)কেন্দ্রীয় সভাপতি (২)কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও (৩) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
উক্ত তিনটি পদের নির্বাচনে কেন্দ্রীয় সভাপতি পদে সাবেক সভাপতি জনাব মোঃ অানিসুর রহমান,ঢাকা,সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক জনাব নূরে অালম সিদ্দিকী রবিউল,মাদারীপুর ও সাংগঠনিক সম্পাদক পদে,সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ তাইজুল ইসলাম,বগুরা,
তারা তিনজন একক ভাবে মনোনয়ন পত্র দাখিল করায় প্রধান নির্বাচন কমিশনার জনাব মাস্টার রহিমা অাক্তার তাদের তিনজনকে বীনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন, অাজকে কাউন্সিলে বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রায় ২৫০ জন সহকারী শিক্ষক কাউন্সিলর হিসেবে যোগদান করেন।নবনির্বাচিত প্রতিনিধিগণ সংগঠনের কাউন্সিলরগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত কাউন্সিলরগণ নবনির্বাচিত প্রতিনিধিদেরকে ফুলের শুভেচ্ছা জানান।
এম.এস.24.বি.ডটকম
এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
0 komentar: