Sunday, October 11, 2020

কর্মহীন হয়ে পড়া পবনকে রিকশা উপহার দিলেন,বরগুনার সম্মানিত জেলা প্রশাসক

SHARE

মোঃ জাহিদ হাসান, বরগুনা জেলা প্রতিনিধিঃমানবসেবা সংবাদ ২৪.ব্লগস্পট ডটকমঃ

মহামারী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া পবন নামের এক অসহায় দরিদ্রকে রিকশা উপহার দিলেন বরগুনার জেলা সম্মানিত জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ।
গতকাল  রবিবার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে এই রিকশার চাবি তার হাতে তুলে দেন তিনি।


বরগুনা শহরের বটতলায় ২ মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকেন। গত ১০বছর ধরে ইস্কুলের ভ্যান চালাতেন কিন্তু করোনা মহামারীর কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় সংসার নিয়ে বিপাকে পড়ে যায় পবন।
সাধের সম্পত্তি স্কুলভ্যানটি বিক্রি করে দিয়ে কদিন সংসারের ঘানি টানেন পবন। ধার-দেনা করেও যখন জীবনের বোঝা চালিয়ে নেয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছিল না তখন দ্বারস্থ হন বরগুনার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ মহোদয়ের নিকট। সম্মানিত জেলা প্রশাসক মহোদয় পবনের অসহায়ত্বের কথা শুনে এই উদ্যোগটি হাতে নিয়েছে জেলা প্রশাসক।
অসহায়, দরিদ্র পবন রিকশাটি পেয়ে আনন্দে কেঁদে বলেন স্যারের এই সহযোগিতার ফলে আমি দুটো কন্যা সন্তানসহ বেঁচে থাকার স্বপ্ন দেখছি। আমার দুটো মেয়েকে শিক্ষিত করতে চাই। এই রিকশা আমার উপার্জনের পথ খুলে দিয়েছে। আমি স্যারের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি।

SHARE

0 komentar: