মোঃ জাহিদ হাসান, বরগুনা জেলা প্রতিনিধিঃমানবসেবা সংবাদ২৪?ব্লগস্পট ডটকমঃ
#শুভসন্ধ্যা_সমুদ্র_সৈকত
বরগুনা জেলার তালতলী উপজেলার নিশানাবাড়িয়া ইউনিয়নে রয়েছে প্রায় ০৬ কিমি দীর্ঘ স্নিগ্ধ বেলাভূমি শুভসন্ধ্যা সমুদ্র সৈকত। সৈকতটিতে রয়েছে #ডিসি_পয়েন্ট, #শুভসন্ধ্যা_মেইন_পয়েন্ট এবং #নিদ্রা_পয়েন্ট। সৈকতের একদিকে বঙ্গোপসাগরের সাথে মিশেছে পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা। অন্যদিকে সুন্দরবনের অংশবিশেষ ও দেশের ২য় বৃহত্তম ম্যানগ্রোভ বন টেংরাগিরি ইকোপার্ক। বালিয়াড়ি সৈকতের ঝাউবন সংলগ্ন সাগরের বিস্তীর্ণ শান্ত
জলরাশিশোভিত সমুদ্র-বনানী-চাঁদনির সমাবেশ মানব হৃদয়ে মোহনীয় আবেশ তৈরি করে। উৎসবপ্রিয় বাংলাদেশের মানুষ শহুরে গতানুগতিক যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে প্রকৃতির সান্নিধ্য পেতে চায়। তাই প্রতি বছর দেশী-বিদেশী হাজারো প্রকৃতিপ্রেমী শুভসন্ধ্যা সমুদ্র সৈকত ভ্রমণ করে থাকেন। প্রতিবছর জেলা প্রশাসন, বরগুনা কর্তৃক হ্রাস পূর্ণিমায় এই সৈকতে উপমহাদেশের বৃহত্তম জোছনা উৎসব আয়োজন করা হয়ে থাকে। [ উল্লেখ্য যে, বরগুনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোস্তাইন বিল্লাহ মহোদয় ১০-০৯-২০২০ তারিখে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতকেন্দ্রিক সকল উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।]
#যাতায়াতের_উপায়ঃ
ঢাকা থেকে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতঃ #সড়কপথ- ঢাকা কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে বরগুনা অথবা তালতলিগামী বাসে করে তালতলী উপজেলা পরিষদ চত্বর । সেখান থেকে সিএনজি করে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে যাওয়া যায়। #নৌপথ- ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে বরিশাল/বরগুনা/ আমতলী এর লঞ্চ। সেখান থেকে তালতলিগামী বাসে করে তালতলী উপজেলা পরিষদ চত্বর। তারপর সিএনজি করে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে যাওয়া যায়। #বিমানপথ- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর ডোমেস্টিক টার্মিনাল হতে বরিশাল বিমানবন্দর। সেখান থেকে তালতলিগামী বাসে করে তালতলী উপজেলা পরিষদ চত্বর। তারপর সিএনজি করে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে যাওয়া যায়।
0 komentar: