Sunday, October 11, 2020

ব্যাস্ত সময় পার করছেন, কড়ইবাড়িয়া ইউপি নির্বাচনে অংশ নেয়া সম্মানিত চেয়ারম্যান প্রার্থীরা

SHARE

মোঃ আব্দুল্লাহ আল মামুন পাটোয়ারী,কড়ইবাড়িয়া ইউনিয়ন প্রতিনিধিঃ মানবসেবা সংবাদ ২৪. ব্লগস্পট ডটকমঃ

আসন্ন কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন জমে উঠেছে। নির্বাচনকে সামনে রেখে ৩ চেয়ারম্যান প্রার্থী তাদের প্রতীকে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে ব্যাস্ত সময় পার করে চলেছেন। যতই দিন ঘনিয়ে আসছে ততই যেন ভোটারদের কদর বেড়ে চলেছে।
আগামী ২০ অক্টোবর-২০২০ রোজ-মঙ্গলবার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে কড়ইবাড়িয়া ইউনিয়নের প্রতিটি বাজার, গ্রাম ও পাড়া-মহল্লা। প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ওই ৩ জন চেয়ারম্যান প্রার্থী

আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের

প্রার্থী জনাব মোঃ নূর মোহাম্মদ মাস্টার,

তিনি ৬ অক্টোবর-২০২০ থেকে ১৮ অক্টোবর-২০২০ পর্যন্ত নির্বাচনী পথসভার সিডিউল ঘোষণা করে স্থানীয় দলীয়নেতা কর্মীদের সাথে নিয়ে প্রতিদিন কড়ইবাড়িয়া ইউনিয়নের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে যেয়ে তার নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ, লিফলেট বিতরন, মত বিনিময় সভা, পথসভা, উঠান বৈঠক, কুশুল বিনিময়, মটরসাইকেল শোভাযাত্রা  অব্যাহত রেখেছেন। এদিকে নৌকা প্রতীকের প্রার্থী জনাব মোঃ নূর মোহাম্মদ মাস্টারের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব রেজবুল কবির জোমাদ্দার,তালতলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন মনি, উপজেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু, কড়ইবাড়িয়া ইউনিয়ন আওমীলীগের সভাপতি কৃঞ্চচন্দ্র মজুমদার (কৃঞ্চমাঝি) কড়ইবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বারেক মাঝি, সহ আওয়ামীলীগের বিভিন্ন নেতা কর্মিরা নৌকা প্রতীকের পক্ষে ভোট চাওয়াসহ পথসভা করে চলেছেন। পথসভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলালীগের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়া নৌকা প্রতীকের পক্ষে কড়ইবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নের্তৃবৃন্দরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।


অপরদিকে স্বতন্ত্র চেয়ারম্যান 

প্রার্থী জনাব মোঃ মুনসুর মাওলানা 

তার সমর্থকদের সাথে নিয়ে দিনভর তার ঘোড়া প্রতীকে ভোট চেয়ে জোরে-সোরে চালিয়ে যাচ্ছে গণসংযোগ। পথসভা থেকে শুরু করে মতবিনিময় সভা, ভোটারদের সাথে কুশুল বিনিময়, মটর সাইকেল শোভাযাত্রা থেমে নেই জনাব মোঃ মুনসুর মাওলানা । এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন ঘোড়া প্রতীকের প্রার্থী জনাব মোঃ মুনসুর মাওলানা । ভোটারদের কাছে তার ঘোড়া প্রতীকে ভোট চেয়ে সৌজন্য মূলক সাক্ষাত করেছেন তিনি। সকলের কাছেদোয়া ও আশির্বাদ চেয়ে বিজয়ের আশায় তিনি গণসংযোগ, লিফলেট বিতরণে অব্যাহত রেখেছে।

অন্যদিকে  ঘোড়া  প্রতীকের প্রার্থী মোঃ মুনসুর মাওলানার পক্ষে তালতলি উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মোস্তাকুর মোস্তক প্রতিদিন কড়ইবাড়িয়া  ইউনিয়নে ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে ঘোড়া  প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ, লিফলেট বিতরণ, মটর সাইকেল শোভাযাত্রা করে চলেছেন।

অন্য স্বতন্ত্র চেয়ারম্যান 

প্রার্থী জনাব মোঃ ইব্রাহিম সিকদার পনু 

তার সমর্থকদের সাথে নিয়ে দিনভর তার আনারস প্রতীকে ভোট চেয়ে জোরে-সোরে চালিয়ে যাচ্ছে গণসংযোগ। পথসভা থেকে শুরু করে মতবিনিময় সভা, ভোটারদের সাথে কুশুল বিনিময়, মটর সাইকেল শোভাযাত্রা থেমে নেই জনাব মোঃ ইব্রাহিম সিকদার পনু । এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন আনারস প্রতীকের প্রার্থী জনাব ইব্রাহিম সিকদার পনু।  ভোটারদের কাছে তার আনারস প্রতীকে ভোট চেয়ে সৌজন্য মূলক সাক্ষাত করেছেন তিনি। সকলের কাছেদোয়া ও আশির্বাদ চেয়ে বিজয়ের আশায় তিনি গণসংযোগ, লিফলেট বিতরণে অব্যাহত রেখেছেন।


উল্লেখ থাকে যে,  কড়ইবাড়িয়া  ইউনিয়নের জনপ্রিয়  চেয়ারম্যান জনাব মোঃ আলতাফ হোসেন আকন অনাকাঙ্ক্ষিত ভাবে   মৃত্যুর পর ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ছিল। চেয়ারম্যান পদটি শূন্য থাকায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ওই ইউনিয়নে উপ নির্বাচন তফশিল ঘোষণা করেন। তফশিল ঘোষনা করার পর ওইইউনিয়নে ৩ জন চেয়ারম্যান পদে ১ জন আওয়ামীলীগ মনোনীত জনাব মোঃ নূর মোহাম্মদ মাস্টার , ২ স্বতন্ত্র প্রার্থীর জনাব মোঃ মুনসুর মাওলানা ও জনাব মোঃ ইব্রাহিম সিকদার পনু মনোনয়নপত্র জমা দেন।৩ অক্টোবর  মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে সবার মনোনয়ন পত্র বৈধ হয়।  ৪ জুলাই  প্রতীক বরাদ্দের পর আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জনাব নূর মোহাম্মদ মাস্টার, সতন্ত্র চেয়ারম্যান ঘোড়া প্রতিকের জনাব মোঃ মুনসুর মাওলানা অন্য  স্বতন্ত্র চেয়ারম্যান আনারস প্রতীকের জনাব মোঃ ইব্রাহিম সিকদার পনু ইউনিয়নে বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে যেয়ে জোরে সোরে চালিয়ে যাচ্ছে প্রচার প্রচারণা।তথ্য অনুসন্ধানে দেখা গেছে,৯ টি গ্রাম নিয়ে গঠিত ৩ নং কড়ইবাড়িয়া  ইউনিয়ন সরেজমিনে এ ইউনিয়নটি ঘুরে বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ওই ৩ চেয়ারম্যান প্রার্থী প্রতিদিন সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে সৌজন্যসাক্ষাৎ করাসহ মতবিনিময় করছেন। এছাড়া প্রার্থীরা তাদের প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে ভোট ও দোয়া চাচ্ছেন।

SHARE

0 komentar: