Sunday, September 20, 2020

কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অা.লীগের মনোনীত প্রার্থী বাচাইয়ের বর্ধিত সভা অনুষ্ঠিত।

SHARE

মানবসেবা সংবাদ ২৪ ব্লগসপট ডটকমঃ

বরগুনা জেলার তালতলী উপজেলাধীন কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে অাওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাচাইয়ের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর-২০২০) বেলা১১ টায় অালিরবন্দর এ.এম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমের মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফজলুল হক জোমাদ্দার,বরগুনা জেলা অাওয়ামীলীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান ও তালতলী উপজেলা অাওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ রেজবুল কবির জোমাদ্দার,ছোটবগী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও তালতলী উপজেলা অাওয়ামীলীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ তৌফিকউজ্জামান তনু মিয়া,অারও উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি জনাব মোঃ জাকির হোসেন চুন্নু মাস্টার, তালতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মনিকা নাজনীন মনি, জনাব,অাঃরাজ্জাক হওলাদার, সাংগঠনিক সম্পাদক, তালতলী উপজেলা অাওয়ামীলীগ,জনাব মোঃ কবির হোসেন তালুকদার ,সাংগঠনিক সম্পাদক,তালতলী উপজেলা অাওয়ামীলীগ,কড়ইবাড়িয়া ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি জনাব কৃঞ্চচন্দ্র মাঝি ও সাধারণ সম্পাদক জনাব মোঃ বারেক মাঝি,তালতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি জনাব,সারোয়ার হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক, জনাব মিনহাজুল অাবেদীন মিঠু,  কড়ইবাড়িয়া ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি জনাব মোঃ রেজাউল সরদার ও ভারপ্রাপ্ত সাধরণ সম্পাদক,জনাব মোঃ ইমরান হোসেন মৃর্ধা সহ  অাওয়ামীলীগের বিভিন্ন পর্যারের নেতা ও কর্মিগন। উক্ত বর্ধিত সভায় অাওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে উপস্থিত ছিলেন কড়ইবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ নূর মোহাম্মদ মাস্টার, জনাব মোঃ সাত্তার কবিরাজ,জনাব জসিম উদ্দিন মোল্লা ও জনাব মোঃ শফিক সিকদার প্রমূখ।
SHARE

0 komentar: