স্টাফ রিপোটার মানবসেবা সংবাদ ২৪ ব্লগসপট ডটকমঃ
সাগরে লঘুচাপের প্রভাবে ঝড় হাওয়ার সম্ভবনা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সর্তক সংকেত দেখাতে বলেছেন আবহাওয়া অধিদপ্তর ।
আজ রবিবার দুপুরে এ সর্তক বার্তার কথা জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে।
আবহাওয়া অধিদপ্তরের সর্তকবার্তায় বলা হয়েছে,উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপ সাগরে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং গভীর সঞ্চারনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকুলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকুলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।সেই সংঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
0 komentar: