স্টাফ রিপোটঃমানবসেবা সংবাদ ২৪ঃ
অাজ বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ (১২০৪৮) এর কেন্দ্রীয় কমিটির মিডিয়া ও যোগাযোগ সম্পাদক, প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ এবং মিডিয়া সেলের অন্যতম কর্ণধার, শিক্ষকদের দাবী অাদায়ের সংগ্রামী যোদ্ধা, শিক্ষক সমাজের অংহকার, অামাদের প্রাণের অনুজ শিশির কুমার কির্তণীয়া স্যারের অাজ শুভ জন্মদিন, তাকে জানাই মানবসেবা সংবাদ ২৪ ব্লগসপট ডটকমের পক্ষ থকে জানাই শুভকামনা ও জন্মদিনের শুভেচ্ছা। তার এই জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন,বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ(১২০৪৮) এর কেন্দ্রীয় সভাপতি জনাব মোঃ অানিসুর রহমান স্যার, কেন্দ্রীয় সাধারন সম্পাদক জনাব নূরে অালম সিদ্দিক রবিউল স্যার, শিক্ষক নেতা গাজী সালাউদ্দিন স্যার,বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ (১২০৪৮)এর মুন্সিগঞ্জ সদর উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোঃ জাকির হোসেন লিটন স্যার,সাধারণ সম্পাদক জনাব মোঃ তানজির মোল্লা স্যার, শিক্ষক নেতা জনাব মোঃ ফারুক স্যার, জনাব মোঃ অাব্দুল হালিম স্যার,জনাব মোঃ হাসানুজ্জামান স্যার,জনাব মোঃ জসিম উদ্দিন স্যার ও মুন্সিগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষক সমাজের মিডিয়া ও যোগাযোগ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।



0 komentar: