স্টাফ রিপোর্টাসঃমানবসেবা সংবাদ২৪ঃ
লাখো অনুসারী ভক্তের অংশগ্রহণে হেফাজত ইসলাম বাংলাদেশের অামির শাহ শফী হজুরের জানাজা দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার জোহরের নামাজ পর দুপুর ২ টায় হাটহাজারী মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করে অাল্লামা শফী হজুরের ছেলে মাওলানা মোহাম্মদ ইউছুফ।জানাজা শেষে হাটহাজারী মাদ্রাসা ক্যাম্পাসের অভ্যন্তরে বায়তুল অাতিক জামে মসজিদের সামনে কবরস্থানে হজুরকে দাফন করা হয়।জানাজায় লাখো মানুষের উপস্থিতিতে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম -নাজিরহাট সড়কে যানবাহন চলাচল। হাটহাজারী মাদ্রাসা মাঠ ছাড়িয়ে নাজিরহাট সড়ক এবং পাশ্ববর্তী সব অলিগলিতে দাড়িয়ে জানাজায় অংশগ্রহণ করেন লাখ লাখ ভক্ত অনুরাগী। এর অাগে হেফাজতের অামির অাল্লামা শাহ অাহমদ শফি হজুরকে
শেষবারের মতো একবার দেখতে লাখো লাখো অনুসারীর ঢল নামে।
হুজুর নেই মানতে পারছেন না ছাত্ররাঃ
নোয়াখালী থেকে হজুরকে দেখতেন অাসেন চাটখিলের জামিয়া ওসমানিয়া মাদ্রাসার শিক্ষক জনাব মাওলানা অাতিকুল্লাহ, হজুরে একান্ত ছাত্র তিনি এছাড়াও তার অনেক ছাত্ররা তাকে শেষবারের মত দেখতে এসে তারা বলেন হজুর নেই তা মানতে পারছিনা।
হজুরের ছেলে বলেন টেনশনের কারনে হার্ট পেল করেছিলেন অাব্বাঃ
হেফাজত ইসলাম বাংলাদেশের অামির শাহ অাহমদ শফী হুজুরের মৃতু টেনশনে হ্রদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কারনে হয়েছে বলে দাবী করেছেন তার ছেলে মাওলানা অানাস মাদানী।
বাবার জন্য ক্ষমা চাইলেন হুজুরের ছেলেঃ
প্রিয় বাবার জন্য ক্ষমা চাইলেন হুজুরের অাদরের ছেলে মাওলানা মোহাম্মদ ইউছুফ।তিনি হাটহাজারী দারুলউলুম মাদ্রাসার ও দেশের শীর্ষ কওমী অালেম।
0 komentar: