Thursday, April 8, 2021

প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তির বিষয়ে, শিক্ষকদেরকে দেওয়া হল যে সকল নির্দেশনা

SHARE


নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

করোনাভাইরাসের সর্বশেষ খবর ও লাইভ আপডেট দেখতে নিচে ক্লিক করুন


উপবৃত্তির বিষয়ে সর্বশেষ নির্দেশনাঃ

(১) ৬ মাসের উপবৃত্তির টাকা দেওয়া হবে।

(২) কীট এলাউন্স বা জামা-জুতা কেনার টাকা দেওয়া হবে।

(৩) নতুন উপবৃত্তি পোর্টার চালু হবে।

(৪) সেখানে শিক্ষার্থীদের মধ্যে যারা উপবৃত্তি পাবে তাদের তথ্য দিতে হবে।

(৫) তথ্য আপলোড করতে হবে ১৫ এপ্রিলের মধ্যে।

দেশের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রাথমিক শিক্ষার জন্য উপবৃতি প্রদান প্রকল্প ৭ ই এপ্রিল তারিখে এক পত্র আদেশের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২০২১ সালের ৩য় ও ৪র্থ কিস্তির উপবৃত্তি ও শিক্ষার্থীদের কীট এলাউন্স প্রদানের কথা জানিয়েছে। (কীট এলাউন্স হল; জামা, জুতা, ব্যাগ কেনার টাকা)উক্ত পত্র আদেশ বা পরিপত্রে বলা হয়েছে যে, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প (৩য় পর্দায়) আওতায় ২০২০-২০২১ অর্থ বছরের ৩য় ও ৪র্থ কিস্তির তথা জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি অর্থ এবং কীট এলাউন্স প্রদানের জন্য অতি শীঘ্রই “pespmynagad” পোর্টাল উন্মুক্ত করা হবে।উক্ত পোর্টালে ২০২১ সালের শিক্ষার্থীরযাবতীয় তথ্য নির্ভুল এর নির্ধারিত সময়ের মধ্যে সম্পাদন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর সকল তথ্য যথা: জন্মনিবন্ধন, এনআইডি, সঠিক মােবাইল নম্বন ইত্যাদি হালফিল করা অত্যন্ত জরুরি। পাের্টালে এন্ট্রি করার নিমিত্ত আগামী ১৫/০৪/২০২১ তারিখের মধ্যে প্রয়ােজনীয় তথ্য হালফিলপূর্বক পূর্বপ্রস্তুতি সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।
অফিস অাদেশ

উক্ত পরিপত্রটি মোঃ ইউসুফ আলী, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) কর্তৃক স্বাক্ষরিত।


(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/?m=0



(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)


SHARE

0 komentar: