Wednesday, February 10, 2021

করোনা কালীন শিক্ষার ধারা অব্যহত রেখেছে, Munshiganj sadar Primary Online School

SHARE


নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

মুন্সিগঞ্জ সদর উপলোয় মহামারী করোনা কালীন সময়ে শিক্ষার দ্বারা বা শিখন শেখানো কার্যক্রম চলমান রেখেছে Munshiganj sadar Primary Online  School ফেইসবুক গ্রুপ। গত মার্চ -২০২০ সনে যখন সারা বিশ্বে মহামারি করোনা ভাইরাস আক্রমন করেন,তখন মুন্সিগঞ্জ সদর উপজেলার সম্মানিত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ,জনাব মোসাঃ নাসিমা খানম মহোদয় ,মুন্সিগঞ্জ সদর উপজেলার সহকারি উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল মতিন মহোদয়,জনাব সানজিদা আক্তার মহোদয়, জনাব আবুল হোসেন মহোদয়,জনাব শিরিন কা্তউছার মহোদয়, জনাব কাজল কর মহোদয়, মুন্সিগঞ্জ সদর উপজেলার প্রধান শিক্ষকদের মধ্যে জনাব কে এম সাইফুল্লাহ ,প্রধান শিক্ষক,মুক্তারপুর সপ্রাবি-জনাব আব্দুল বতেন ,সুখবাসপুর ১নং সপ্রাবি,জনাব সামসুল ইসলাম শিকদার,বিনোদপুর সপ্রাবি-জনাব নাহিদ সুলতানা ইদ্রাকপুর ১নং মডেল সপ্রাবি-জনাব মোজাম্মেল হক,যোগিনঘিাট সপ্রাবি-জনাব নাজমা চৈীধুর ,নৈরপুকুরপাড় সপ্রাবি, জনাব মুহাম্মদ জাকির হোসেন লিটন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বকচর সপ্রাবি,জনাব মুহাম্মদ আব্দুল হালিম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাজিরা কুঞ্জনগর সপ্রাবি, জনাব মুহাম্মদ তানজির মোল্লা , সহকারী শিক্ষক নৈরপুকুরপাড় সপ্রাবি সহ মুন্সিগঞ্জ সদর উপজেলার একঝাক দক্ষ আইসিটি শিক্ষক যাদের মধ্যে ছিলেন, মোঃ দিদার হোসেন,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,পূর্বরাখীসপ্রাবি, মোঃ সাখাওয়াত হোসেন,সহকারি শিক্ষক,দেওভোগ ১নং সপ্রাবি, মোঃ আজহার হোসেন,সহকারি শিক্ষক,মালিরপাথর সপ্রাবি,মোঃ ফারুক হোসেন,সহকারি শিক্ষক,সুখবাসপুর ১ নং সপ্রাবি, মোঃ হাসানুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,চেগ্ঙাবুনিয়া কান্দি সপ্রাবি , মোঃ জসিম উদ্দিন ,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,শিলইমধ্যপাড়া সপ্রাবি, মোঃ আব্দুল্লাহ আল মামুন,সহকারি শিক্ষক,রমজানবেগ সপ্রাবি, মোসাঃ ফাতেমা আক্তার রিজু,সহকারি শিক্ষক, মোঃ সাজ্জাদ হোসেন,সহকারি শিক্ষক,উত্তর কেওয়ার সপ্রাবি ,মোঃ আতিকুর রহমান,সহকারি শিক্ষক,আদারিয়াতলা সপ্রাবি, জসিম উদ্দিন,সহকারি শিক্ষক,মুক্তারপুর সপ্রাবি ,তাদের নিয়ে তাৎক্ষনিক আলোচনা করেন যে ,এই করোনা কালীন সময়ে মুন্সিগঞ্জ সদর উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান যেহেতু বন্ধ তাহলে আমরা এই সময়ে কিভাবে শিক্ষার ধারা অব্যহত রাখতে পারি
অনলাইনে ভিডিও কনটেন্ট অাপলোড করার পরের দৃশ্য

তখন উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মুন্সিগঞ্জ সদর উপজেলার সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার
জনাব মোসাঃ নাসিমা খানম মহোদয় , মুন্সসিগঞ্জ সদর উপজেলায় আইসিটি বিষয়ে দক্ষ
মোঃ দিদার হোসেন
,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,পূর্বরাখীসপ্রাবি কে টিম লিডার করে তার সাথে আরও প্রায় ১০ জন দক্ষ আইসিটি শিক্ষকগণকে তিন কর্মদিবসের মধ্যে Munshiganj sadar Primary Online School নামে একটি ফেইসবুক গ্রুপ খোলার নির্দেশনা দেন যে কাজে সহোযোগিতা করেন,মুন্সিগঞ্জ সদর উপজেলার সম্মানিত উপজেলা সহকারি শিক্ষা অফিসার মহোদয়গণ,এই Munshiganj sadar Primary Online School এ মুন্সিগঞ্জ সদর উপজেলার ১১৫ টি বিদ্যালয়ের প্রায় ২৩০ জন শিক্ষকদের নিয়ে মাসিক রুটিন মাফিক প্রতিদিন Munshiganj sadar Primary Online School গ্রুপে বিভিন্ন শিক্ষকদের বিভিন্ন ক্লাস আপলোড করা হয়
যা এখনও চলমান রয়েছে
Munshiganj sadar Primary Online School -এ এছাড়াও শিক্ষকদের প্রস্তুতকৃত কন্টেন্ট নিয়ে ওবিএস সফটওয়্যার, জুম আইডি, ফেসবুক স্টীম ইয়াডের মাধ্যমে অনলাইন ক্লাসের কার্যক্রম চালানো হয়। এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষকের সাথে কথা বললে তারা বলেন,
আমাদের এই কার্যক্রমের মাধ্যমে যদি একজন শিক্ষার্থী ও উপকৃত হয় তাহলে আমাদের শ্রম সার্থক হবে। শিক্ষকরা বলেন
Munshiganj sadar Primary Online School গ্রুুপে ক্লাস অপলোড করার জন্য অন্য শিক্ষকদের সচেতন ও উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে সমন্বয় করে Munshiganj sadar Primary Online School এ কার্য ক্রম চালানো হয় ।
আমাদের এ প্রচেষ্ঠায় সার্বিক সহযোগিতা করে চলেছেন মুন্সিগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিস। তারা আরও বলেন তাদের এ কাজে আরও সহযোগিতা করছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার আইসিটি গ্রুপ এবং উপজেলা শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় প্রায় দুই শতাধিক শিক্ষক রুটিন অনুযাই
Munshiganj sadar Primary Online School এ নিয়মিত ক্লাস নিচ্ছেন।
যোগাযোগ করে জানা যায় যে, করোনা কালীন সময়ে অনলাইন কার্যক্রম ছাড়াও বিভিন্ন শিক্ষকরা নিয়মিত বাড়ী বাড়ী গিয়ে শিক্ষার্থীর পড়ালেখার খোঁজখবর নিয়েছেন ,বাংলাদেশ বেতার,সংসদ টেলিভিশনে নিয়মিত প্রচারিত
ঘরে বসে শিখি দেখার জন্য শিক্ষার্থী ,অভিভাবককে সচেতন করে চলেছেন এবং শিক্ষার্থীরা যাতে স্বাস্হ্যবিধি মেনে চলতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।
তাছাড়া শিক্ষকরা মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখার বিষয়ে নিয়মিত খোঁজ খবর নিয়েছেন।


দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/?m=0



(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)

SHARE

0 komentar: