Thursday, February 11, 2021

তালতলীতে উপজেলা চেয়ারম্যান কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী,তালতলী বন্দর

SHARE


নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
চ্যাম্পিয়ন দল,তালতলী বন্দর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বরগুনা জেলার তালতলী উপজেলায় গত ২৩ শে জানুয়ারি-২০২১ খ্রিঃ শুরু হয়
জনাব মোঃ রেজবুল কবিরজোমাদ্দার,উপজেলা চেয়ারম্যান, তালতলী, বরগুনা

উপজেলা চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টে এই টুর্নামেন্টে প্রায় ৭ টি দল অংশগ্রহণ করেন, উক্ত উপজেলা
চেয়ারম্যান কাপ, টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা  বরগুনা জেলার তালতলী  উপজেলার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার (১০ ফ্রেব্রুয়ারী)বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা চলাকালীন মুহূর্তের একটি দৃশ্য

ফাইনাল খেলায়

এপিক ব্লাস্টারকে ৬ উইকেটে হারিয়ে চ্যম্পিয়ান হয় 



তালতলী বন্দরখেলার পরপরই টুর্নামেন্টের আহবায়ক মারুফ রায়হান তপুর সভাপতিত্বে আলোচনা সভা শেষে
যার অবদানে সব সময় খেলায় প্রাণ ফিরে পেয়েছে জনাব মোঃ জিয়াউল হোসেন রুবেল স্যার।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান
রেজবি উল কবির জোমাদ্দার চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মাঝে


ট্রফি ও ৫০ হাজার টাকা এবং রানার্সআপকে ট্রপি ও ২০ হাজার টাকা পুরস্কার বিতরণ করেন।
চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে শুভেচ্ছা উপহার নিচ্ছেন, সমাপনি অনুষ্ঠানের সম্মানিত অতিথী মহোদয় 

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের উপ-সচিব
সুইমিন জো, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা সহকারি কমিশনার (ভু‚মি) সুমিত সাহা, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল আহসান প্রমুখ।


উৎসুক দশর্কদের একাংশ


(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/?m=0



(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)


SHARE

0 komentar: