নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
অবশেষে প্রশিক্ষণার্থীদের ফেস টু ফেস পরীক্ষার দাবীকে উপেক্ষা করে দেশের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডিপিএড চুড়ান্ত পরীক্ষা গ্রহণের সময়সূচি প্রকাশ করল জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) নেপ মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সময়সূচি পরীক্ষা সংশ্লিস্ট সকলকে পাঠানো হয়েছে।এ সময়সূচিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে দেশের ৬৭ টি পিটিআই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২০ ফেব্রুয়ারি হতে শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন এ পরীক্ষা নেওয়া হবে।প্রথম শিফট ও ডাবল শিফটের প্রথম শিফট এর প্রশিক্ষণার্থীদের প্রতিদিন সকাল ১০ টা হতে দুপুর ১ টা এবং ডাবল শিফট এর দ্বিতীয় শিফট এর পরীক্ষার্থীদের প্রতিদিন দুপুর ২টা হতে বিকাল ৫ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।উল্লেখ্য করোনা পরিস্থিতির কারণে গত ডিসেম্বরে এ পরীক্ষা গ্রহণের কথা থাকলেও যথাসময়ে তা গ্রহণ করা সম্ভব হয়নি। করোনা পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়া, সময়মত বই হাতে না পাওয়া, অনলাইনে ক্লাসের ক্ষেত্রে দেশের সকল স্থানে নেটওয়ার্ক ব্যবস্থা উন্নত না হওয়া সর্বোপরি স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে প্রশিক্ষণার্থীরা ফেস টু ফেস পরীক্ষার পরিবর্তে এ্যাসাইনমেন্ট, লগবুক, পাঠ্যপুস্তক পর্যালোচনা, প্রশ্নপত্র প্রণয়ন সহ তাদের মাধ্যমে সম্পাদিত কাজের ভিত্তিতে চুড়ান্ত মূল্যায়নের দাবী জানিয়ে আসছিলেন।এ দাবীতে তারা দেশের বিভিন্ন পিটিআই এ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সমাবেশ, মানব বন্ধন ও স্মারকলিপিও দিয়েছেন। তাদের সে দাবীকে উপেক্ষা করে দেশের করোনা পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হলেও নেপ কর্তৃপক্ষ চুড়ান্ত মূল্যায়নের এ সময়সূচি প্রকাশ করল।
ও
দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন





0 komentar: