নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
বরগুনা জেলার তালতলী উপজেলায় সেই হারিয়ে যাওয়া কুকুরের সন্ধান পেলেন স্থানীয় এক সংবাদকর্মী। তাকে তার পুরস্কারের এক হাজার টাকা দেয়া হয়েছে। হারিয়ে যাওয়া কুকুর পেয়ে সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করেছেন এর মালিক।রোববার (২৮ ফেব্রুয়ারি-২০২১) বিকেল ৪টার দিকে উপজেলার পাওয়াপাড়া পরিত্যক্ত স্থানে কুুকুরটি পাওয়া যায়।কুকুরটির সন্ধান পান
দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। পরে তালতলী থানার মাধ্যমে তাকে পুরস্কারের এক হাজার টাকা দেন কুকুরটির মালিক আবদুল্লাহ আল ইভান (২৫)।এর আগে গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কুকুরটির মালিক ইভান সন্ধান চেয়ে তালতলী থানায় জিডি করেন। এরপর থেকে কুকুরটির সন্ধানে কাজ করছিল পুলিশ।জিডি সূত্রে জানা যায়, উপজেলার লালুপাড়া এলাকায় মাস তিনেক আগে স্থানীয়ভাবে একটি দেশীয় কুকুর পালন শুরু করেন আবদুল্লাহ আল ইভান। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কুকুরটি হারিয়ে যায়। অনেক জায়গায় খোঁজাখুঁজির পরও না পেয়ে অবেশেষ থানায় জিডি করেন। এর ওজন প্রায় আট কেজি।কুকুরটির মালিক আবদুল্লাহ আল ইভান স্থানীয় ওই সংবাদকর্মীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘জিডির পরে অনেক
খোঁজাখুঁজি করেছি। কোথাও না পেয়ে হতাশায় দিন পার করেছি। কুকুরটি পেয়ে আমি খুশি।’তিনি আরও বলেন, ‘আমার প্রতিশ্রুত এক হাজার টাকা আমি সন্ধানদাতাকে প্রদান করেছি। কুকুরের সন্ধান পাওয়ায় জিডিও প্রত্যাহার করেছি।’এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, ‘জিডি করার পরে কুকুরটির সন্ধান পেতে পুলিশ কাজ করেছে। কুকুরটির সন্ধান পেয়ে থানায় নিয়ে আসা হয়। পরে এর মালিকের কাছে হস্তান্তর করা হয়। সন্ধানদাতাকে পুরস্কারের এক হাজার টাকা দেয়া হয়েছে।’
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে) এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
0 komentar: