নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার পাঁচ জন, নারী ভোটার পাঁচ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন এবং হিজড়া হিসেবে ভোটার তালিকায় আছেন ৪৪১ জন।মঙ্গলবার (২ মার্চ) হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।২০২০ সালের হালনাগাদে ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ১১ লাখ ২৫ হাজার ৭৫৫ জন, নারী ৭ লাখ ৯২ হাজার ২২০ জন এবং হিজড়া ৮১ জন।এ সময়ে মৃত্যুজনিত কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন ১৬ হাজার ৪৯৯ জন, যার মধ্যে পুরুষ ১০ হাজার ২৮০ জন ও নারী ৬ হাজার ২১৯ জন।
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে) এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
0 komentar: