বছরের প্রথম দিনেই মুন্সিগঞ্জ সদর উপজেলার প্রাথমিকের প্রায় ৪৫ হাজার শিক্ষার্থী নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা । আজ (১ জানুয়ারি-২০২১ খ্রিঃ) রোজ শুক্রবার সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার
মাঠপারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ,মুন্সিগঞ্জ পিটিই পরিক্ষণ বিদ্যালয়,
দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়,
কোটগাওসরকারি প্রাথমিক বিদ্যালয়,নয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় ,
মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়,
বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ,নৈরপুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ,
রামপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় .
সুখবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ,
চেঙ্গাবুনিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়,
শিলইমধ্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রায় ১১০ টি বেসরকারি এবং কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে আনন্দে মেতে ওঠে শিশু শিক্ষার্থীরা।বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব নিশ্চিত করে শিশুদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে এ বই বিতরণ করা হয়। ইদ্রাকপুর ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের সময় উপস্থিত ছিলেন,মুন্সিগঞ্জ সদর উপজেলার সহকারি উপজেলার শিক্ষা কর্মকর্তা জনাব সানজিদা আক্তার মহোদয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাহিদ সুলতানা , বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ে,বই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সির সভাপতি জনাব মোঃ গোলাম রহমান,পঞ্চসার ইউনিয়ন পরিষদের সম্মানিত সচিব জনাব মোঃ রুহুল আমীন,মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কে,এম সাইফুল্লাহ ভূইয়া, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বই তুলে দেয়া হয়েছে। যারা আসেনি তাদেরকে পরবর্তীতে বই দেয়া হবে।বই বিতরণের সময় মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সির সভাপতি জনাব মোঃ গোলাম রহমান বলেন, মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি দেশে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। এ সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে। প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। করোনাকালীন শিক্ষার্থীদেরকে পাঠদানে অভ্যস্ত রাখতে অনলাইন ক্লাস চালু করা হয়েছে।
বই বিতরণের সময় মুন্সিগঞ্জ সদর উপজেলার সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা সানজিদা আক্তার মহোদয় জানান, মুন্সিগঞ্জ সদর উপজেলার ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১১০ টি কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথমদিন যারা বই পায়নি তারা নিজ বিদ্যালয় থেকে পরবর্তীতে বই সংগ্রহ করতে পারবে।মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাড জনাব নাসিমা খানম মহোদয় বলেন, শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে কয়েক বছর ধরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। মহামারী করোনাভাইরাসের কারণে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষ স্ব স্ব আয়োজনে বই বিতরণ করছে। বিদ্যালয়ে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীকে নতুন বই দেয়া হবে।














0 komentar: