Thursday, December 31, 2020

আজ, তালতলী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মনিকা নাজনীন মনির,র শুভ জন্মদিন

SHARE


আজ ৩১ ডিসেম্বর-২০২০ খ্রিঃ রোজ,বৃহস্পতিবার,
বরগুনা জেলার তালতলী উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান , বরগুনা জেলার তালতলী উপজেলাধীন কড়াইবাড়িয়া মানবসেবা সংগঠণের সম্মানিত উপদৃষ্টা মন্ডলির সদস্য ও মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মনিকা নাজনীন মনি,র
শুভ জন্মদিন , তাকে জানাই মানবসেবা সংবাদ ২৪ ব্লগসপট ডটকমের পক্ষ থেকে শুভকামনা ও জন্মদিনের শুভেচ্ছা।
তার এই জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, কড়াইবাড়িয়া মানবসেবা সংগঠণের সম্মানিত
উপদেষ্টা মন্ডলির সদস্য,রাহিমা আক্তার ম্যাডাম, সম্মানিত সভাপতি জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন আকন, সাধারণ সম্পাদক জনাব আবুল খায়ের,সংগঠনের অতিথী সদস্য জনাব মোঃ জিয়াউল হক রুবেল স্যার,সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ ফজলুল হক মাওলানা,সহ-সভাপতি জনাব মোঃ নুরুজ্জামান জামাল শরীফ, সহ-সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন রিপন শরীফ,দপ্তর সম্পাদক, মিজানুর রহমান মিলন আকন,অর্থ সম্পাদক, আব্দুল আউয়াল, সিনিয়র সহকারী অর্থ সম্পাদক, জসিম উদ্দিন শরীফ, সাংগঠনিক সম্পাদক, মোঃ ইলিয়াস হোসেন, প্রচার সম্পাদক জনাব মোঃ মাহমুদুল হাসান, সহকারী প্রচার সম্পাদক, মোঃ জাহিদ,সহকারী অর্থ সম্পাদক, রোবায়েত হোসেন মৃর্ধা,সদস্য,শাহাবুদ্দিন শরীফ,হাসান,শাকিল,রাকিবুল রিফাত,আসিফ সহ সংগঠনের অন্যান সকল সদস্যবৃন্দ।


জনাব মনিকা নাজনীন মনি,র সাথে মুঠোফোনে কথা বললে তিনি তার তার জন্মদিনের প্রতিক্রিয়ায় বলেন,

আমি সর্ব প্রথম মহান আল্লাহ তায়লার শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে সুস্থ্য রেখেছেন,আলহামদুলিল্লাহ এবং আমার সেই সকল প্রিয়জন! যারা আমার এই আলোকিত জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন এবং শুভ কামনায় প্রত্যাশিত হয়েছেন, প্রথমেই সেই সকল শ্রদ্ধাবাজনদেরকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার অন্তরের অন্ত:স্থল থেকে অফুরন্ত হৃদয় নিংড়ানো ভালবাসা ও আন্তরিক অভিনন্দন সহ লাল গোলাপের অনাবিল সু-গন্ধিত শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আপনাদের সকলের সুন্দর ভবিষ্যত এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের এই অফুরন্ত নিস্ক্লুস ও স্বাচ্ছন্দময়ী ভালবাসা আমার হৃদয়ের গভীরে অনাবিল স্থান হয়ে থাকবে। আপনাদেরকে স্মরণ রাখবো আজীবন। আমার জন্য সবাই দোয়া করবেন এই প্রত্যাশা করছি।

ধন্যবাদ সবাইকে

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/


(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)

SHARE

0 komentar: