নিজস্ব সংবাদ ডেস্কঃমানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
অাজ ৫ ডিসেম্বর-২০২০ খ্রিঃ রোজ শনিবার ঢাকা তোপখানা রোডের বিএমএ অডিটোরিয়ামে সহকারী শিক্ষক ঐক্য গড়ো,ন্যায্য দাবি অাদায় করো এই স্লোগান কে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে, বাংলাদেশে প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ এস-১২০৪৮ এর কেন্দ্রীয় কাউন্সিল -২০২০।বিগত দিনে এই সংগঠনটি, বাংলাদেশের সকল শিক্ষকদের দাবী আদায়ে অপ্রতিরোধ্য শক্তি নিয়ে ন্যায়,সততা, প্রজ্ঞা, নতুনত্ব কৌশল, সকল সংগঠনের নেতৃবৃন্দকে সম্মান ও সহযোগী হিসেবে এ পর্যন্ত কাজ করে এসেছে। এই সংগঠনটির নেতৃবৃন্দ তাদের দক্ষতা ও আন্দোলন কৌশলে ছিনিয়ে নিয়েছে সহকারী শিক্ষকদের অনেক দাবী। যার মধ্যে উল্লেখযোগ্য * ১৩ তম গ্রেড, * উচ্চ ধাপে ফিক্সেশন * সাপ্তাহিক দুইদিন ছুটি * সহপ্রধান পদ সৃষ্টি * অনুমতি বিহীন সার্টিফিকেট সংযুক্ত * শ্রান্তি বিনোদন বিড়ম্বনা রহিত * প্রশিক্ষণ ও প্রশিক্ষণ বিহীন গ্রেডের বিড়ম্বনা মোচন * প্রধান শিক্ষকদের ১০, সহ প্রধানদের ১১ ও সহকারীদের ১২ প্রক্রিয়াধীন * শতভাগ প্রধান শিক্ষক পদন্নোতি * চলতি দায়িত্ব পদসৃষ্টি সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় শিক্ষকদের হয়রানি সহ বিভিন্ন জটিলতা সৃষ্টিতে কেন্দ্রীয় ভাবে মোকাবিলা করে আসছে। এছাড়াও স্বেচ্ছাচারী মনোভাব ছেড়ে মাঠ পর্যায়ের উদীয়মান নবীন নেতৃত্বকে নেতৃত্ব স্থানে আসন দিতে অাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ -১২০৪৮ এর কেন্দ্রীয় কাউন্সিল।
এম.এস.24.বি.ডটকম
এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
0 komentar: