নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
আপনি কেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ-১২০৪৮( আনিস-রবিউল)কমিটিতে যোগ দিয়ে নেতাদের হাতকে শক্তিশালী করবেন! * ১২০৪৮ প্রথম সহকারী শিক্ষক সমাজ এর রেজিষ্ট্রেশন নাম্বার সংগঠন। * ২০১৭ সালে মহাজোট কর্তৃক অপরিকল্পিত ভাবে ডাকা অনশন কর্মসূচীতে শিক্ষকের স্বার্থে যোগ দিয়েছিল। * মহাজোট ২০১৭-২০১৮ পর্যন্ত বৈধ-অবৈধ নাটক করে মন্ত্রী ও সচিবের সাথে আলোচনা নামে কৌশল করে সময় ক্ষেপণ করে শিক্ষকদের সাথে প্রতারণা করেছে। * মহাজোটের দাবী আদায়ে ব্যর্থ সংবাদের পর, আনিস-রবিউল নেতৃত্বে সংবাদ সম্মেলন করে আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হয়েছিল।তখন মহাজোটের এক অংশের সাধারণ সম্পাদক প্রধান মন্ত্রীর ভূয়া পিএস সেজে ফোন করে নেতাদের এ্যাকশন নিতে বলেছিল। * মামলার দায়িত্ব নিয়েও মহাজোটের একাংশের নেতা জনৈক সভাপতি নাটক করে নিজেই লাভবান হয়েছেন শিক্ষক ও নেতাদের সাথে প্রতারণা করেছেন। * দাবী আদায়ে যখন ১২০৪৮ এগিয়ে যাচ্ছিল তখন মহাপরিচালক কক্ষে লাইভ এসে মহাজোট নেতারা এ্যাকশন নেওয়ার কথা বলছিল অর্থাৎ সরকারের পক্ষের সাথে ------ বুঝে নিবেন। ★ আমি নিজেই তাদের সাথে আলোচনা করে মহাজোট নেতাদের মতামত নিয়েই এক টেবিলে বসতে ১৩ তারিখ দিন দিয়েছিল, কিন্তু ১১ তারিখ রাতে তারা এক বৈঠকে বসবেনা বলে প্রতারণা করেছিল।এর পর বাংলাদেশের সকল সংগঠনকে ঐক্যের ডাক দিয়েছিলাম। যার রেকর্ড আজও সংরক্ষণ আছে। * মহাজোটও ঐক্যে থাকবে বলে কথা দিয়েও যোগ দেন নাই,কারণ তারা নিজেকে নেতা সাজাতে চেয়েছে শিক্ষকের কল্যাণে নয়। * মহাজোট নেতারা অন্যান্য সংগঠনকে নিয়ে ১২০৪৮ বাদ দিয়ে ঐক্য গঠন করতে চেয়েও ব্যর্থ হয়েছেন। কারণ তারা শুধু নিজেকে নেতা হিসেবে জাহির করতে চেয়েছেন। ★ ঐক্যের সাথে অভিন্ন দাবীতে এক থাকবেন বলে প্রতিশ্রুতি দিলেও শেষে যোগ দেন নাই, বরং ঐক্য গঠনে বিরোধিতা ও অপপ্রচার করেছে। ★ মহাজোট নেতা মহাসমাবেশের দিন বিভাগীয় সমাবেশ ডেকে মহাসমাবেশ ঠেকাতে চেষ্টা করেছে,ব্যর্থও হয়েছে। ★বার বার ঐক্য পরিষদের যেকোনো পদ দিয়ে তাদেরকে যোগ দিতে আমন্ত্রণ জানালেও তারা বুঝি বলে গেলেন,আর ফিরে এলেন না। ★ পরীক্ষা বর্জন কর্মসূচী পালনে দৃঢ়ভাবে অবিচল থাকলেও মহাজোট সমাপনী পরীক্ষা নিবে বলে সচিবের সামনে বার বার ঘোষণা দিয়েছে। ★ স্নাতক তৃতীয় বিভাগ পাওয়া শিক্ষক, ও এইচএসসি পাশ শিক্ষকেরা ১৩ তম গ্রেড না পাক তাতে তাদের মৌন সম্মতি ছিল, যা কোন এক সংগঠন তাদের চ্যাটিং গ্রুপে সিদ্ধান্ত নিয়েছিল। এছাড়াও অনেক কারণ আছে। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ১২০৪৮ সহকারী শিক্ষকের স্বার্থে এগিয়ে চলছে।তারা চাঁদাবাজির আশ্রয় নেয়না এবং মামলার নামে চাঁদা আদায়ে উকিলে সাথে কন্ট্রাক্ট করে না। সুতরাং নিজের বিবেক দিয়ে নিজের ও সকল সহকারী শিক্ষকের ন্যায্য দাবী আদায়ে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ -১২০৪৮ (আনিস-রবিউল) সংগঠনটিকে শক্তিশালী করতে এখনই সময় যোগ দেওয়ার। আসুন ৫ তারিখের কাউন্সিলে আসুন। সৎ নেতৃত্ব গঠনে আপনার মতামত আমাদের কাম্য। আপনাদের বিশ্বস্ত জাকির হোসেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ -১২০৪৮
এম.এস.24.বি.ডটকম
এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
0 komentar: