নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
অনলাইনে শিক্ষক বদলী কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নিমিত্তে সফটওয়্যার প্রস্তুুত করা হচ্ছে। এটি সঠিকভাবে বাস্তবায়নের জন্য ই-প্রাইমেরি স্কুল সিস্টেমে শিক্ষকগণের ব্যাক্তিগত সকল তথ্য হালফিল থাকা অাবাশ্যক।এছাড়া সকল শিক্ষক জানুয়ারি ২০২১ হতে ইএফটি (EFT)এর মাধ্যমে বেতন ভাতা প্রাপ্ত হবেন। এর কার্যক্রম ও চলমান। কাজগুলি সুষ্ঠুভাবে ব্যাস্তবায়নের জন্য শিক্ষকদের যা করতে হবে। (১)ইএফটি (EFT)ফরমে ব্যবহার কৃত মোবাইল নম্বরটি ই-প্রাইমেরির ব্যাক্তিগত প্রোফাইলে ব্যাবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। (১)এবং ই-প্রাইমেরি সফটওয়্যারের শিক্ষক তথ্যের ২য় পাতায় বর্তমান বিদ্যালয়ে যোগদানের তারিখ সংযোজন করতে বলা হয়েছে। তথ্যগুলি জরুরি ভিত্তিতে হালফিলের জন্য বলা হল।
এম.এস.24.বি.ডটকম
এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
0 komentar: