নিজস্ব সংবাদ ডেস্কঃমানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
ফরম পুরুণে যে সকল বিষয় সর্তকতা অবলম্বন করতে হবেঃ (১)NID নম্বর ১৭/১০ ডিজিটের দিতে হবে,তবে পে-ফিক্সেশন যে NID নম্বর ব্যবহার করা হয়েছে সেই নম্বরই ব্যবহার করতে হবে। (২)চাকুরির প্রবেশের ধরণ,এখানে সরসরি নিয়োগ প্রাপ্ত, PEDP-3 এর অাওতায় নিয়োগ প্রাপ্ত প্রাক-প্রাথমিক, প্যানেল,পুল শিক্ষকগন,১ নম্বর ঘরে টিক চিহ্ন দিবেন, জাতীয়করণকৃত শিক্ষকগণ ২ নম্বর ঘরে এবং ADB থেকে নিয়োগ প্রাপ্ত শিক্ষকগণ ৪ নম্বর ঘরে টিক চিহ্ন দিবেন। (৩)Religion : যার যে ধর্ম সে অনুযায়ী টিক চিহ্ন দিতে হবে নচেৎ উৎসব ভাতা পেতে সমস্যা হবে।
(৪) Mobile No :পে- ফিক্সেশন যে মোবাইল নম্বর দিয়ে করা হয়েছে সেই নম্বর ব্যবহার করতে হবে। (৫)পারবারিক তথ্যাদির ঘরে স্বামী/স্ত্রী NID নম্বর অবশ্যই ব্যবহার করতে হবে (বিবাহিতদের জন্য) (৬)সন্তানের জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করতে হবে;যাদের দুই বা ততোধিক সন্তান রয়েছে তাদের তথ্যও দিতে হবে,।শুধু (৫-২৩) বছর বয়স পর্যন্ত দুই সন্তানে জন্য শিক্ষা সহয়ক ভাতা প্রাপ্ত হবেন।
(৭)প্রতিবন্ধী যাদের অাছে তাদের সমাজ সেবা থেকে একটি Identification no দিয়ে থাকে সেটি সহ ব্যবহার করতে হবে।
(৮)Bank হিসাব: খুব গুরুত্বপূর্ণ বিষয় তাই অাপনার চেক বইয়ের যেরকম অাপনার নাম হিসেবের ধরণ অাছে ঠিক সেরকম তথ্যই দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অবশ্যই ১৩ ডিজিটাল দিতে হবে সঠিক রাউটিং নম্বর সহ।
(৯)চাকরি সংক্রান্ত তথ্য : এখানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয়ই বর্তমান শ্রেণির ঘরে ৩য় শ্রেণিতে টিক চিহ্ন দিবেন। (১০)GPF সংক্রান্ত তথ্য : এখানে যারা সুদ নিতে চান তারা সুদসহ অার যারা সুদ নিতে চান না সুদ ছাড়া ঘরে টিক চিহ্ন প্রদান করবেন।
EFT ফরম পুরুণ করতে যে সকল কাগজপত্র সাথে রাখা লাগবেঃ
১.NID এর ফটোকপি (যে নম্বর দিয়ে পে -ফিক্সেশন করা হয়েছে) ২.স্বামী /স্ত্রী এর NID এর ফটোকপি যদি থাকে।
৩.সন্তানের NID বা জন্মনিবন্ধনের ফটোকপি যতজন সন্তান ততোজন সন্তানের তথ্য পুরুণ করতে হবে। ৪.যে ব্যাকের হিসাব নম্বরে বেতন হয় ঐ হিসাব নম্বরের কভার পেইজের ফটোকপি ৫. জিপিএফ একাউন্ট স্লিপ এর ফটোকপি (২০১৯-২০২০ অর্থ বছর)
ফরম পুরুণ করতে যা কিছু জানতে হবেঃ ১.চাকরির শুরুতে বেতন স্কেল ও বর্তমান বেতন স্কেল (নিয়োগপত্রের শরু ও চলতি বছরের ইনক্রিমেন্ট শীটে বর্তমান বেতন স্কেল ও মূল বেতন পাওয়া যাবে।
২.চাকরির শুরুতে যোগদানকৃত বিদ্যালয়ের নাম ও বর্তমান বিদ্যালয়ের নাম
৩.শিক্ষা সহয়তা ভাতার তথ্য (সন্তানের বয়স সর্বনিম্ন ৫ বছর হইতে সর্বোচ্চ ২৩ বছর পর্যন্ত শিক্ষা সহায়তা ভাতা পাবেন)
৪.যে ব্যাংক থেকে বেতন হয় সেই ব্যাংকের নাম ১৩ ডিজিটের হিসাব নম্বর ও রাউটিং নম্বর, চেক বইয়ের কভার পৃষ্ঠায় নাম, হিসাব নম্বর ও রাউটিং নম্বর পাওয়া যাবে। ৫.জিপিএফ হিসেব নং, বহি নং,ভলিউম নং ও পাতা নং (প্রতি বছর হিসাব রক্ষণ অফিস হতে প্রাপ্ত জিপিএফ একাউন্ট স্লিপে পাওয়া যাবে) ৬.জিপিএফ লোন সংক্রান্ত তথ্যঃ(হিসাব রক্ষণ অফিস)
৭.অর্জিত ছুটি সংক্রান্ত তথ্যঃ(ছুটি ভোগের অাদেশের কপি যা নিজের কাছে সংরক্ষণ করতে হয়)
পুরুনের সময় লক্ষনীয় বিষয় সমূহঃ
ক.ব্যাংক হিসাবের নামে ব্রাকেট, হ্যাশ,ট্যাগ, অান্ডারলাইন ও স্পেস থাকা যাবেনা,থাকলে তা সংশ্লিষ্ট ব্যাংক হতে সংশোধন করে নিতে হবে, যেমন জসিম উদ্দিন (প্রিন্স) এভাবে থাকলে পরিবর্তন করে জসিম উদ্দিন প্রিন্স করতে হবে খ.প্রায় সকল তথ্যই ইংরেজিতে লিখতে হবে শুধু নির্দেশিত কলামের তথ্যে বাংলায় লিখতে হবে।
গ.ফরমটি পেন্সিল দিয়ে পূরণ করলে ভুল হলে সংশোধন করা সহজ হবে।
এম.এস.24.বি.ডটকম
এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
অনেক অনেক ধন্যবাদ
ReplyDeleteNice information. I support you.
ReplyDelete