মুন্সিগঞ্জ সদর উপজেলাধীন মুক্তারপুর বাজারে মহানবী (সা.)-এর ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার(০৬ নভেম্বর-২০২০ খ্রিঃ)জুম্মা নামাজ বাদ দুপুর ০২ঃ০০ টায় পঞ্চসার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হাজী মুহাম্মদ গোলাম মোস্তফা মহোদয়, বিভিন্ন মসজিদের মুছল্লী ও সর্বস্তরের জনসাধারণ এবং গোসাইবাগ শাহী জোমে মসজিদের ,মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্দ্যোগে বিক্ষোভ মিছিলটি মুক্তারপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তারপুরের পুরাতন ফেরিঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, পঞ্চসার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান হাজী মুহাম্মদ গোলাম মোস্তফা মহোদয় , মুক্তারপুর,বাগবাড়ী ও গোসাইবাগ জামে মসজিদের সম্মানিত খতিব মহোদয়গণ ও পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন ধর্মপ্রান মুসলমান ব্যাক্তিবর্গ ও পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম মহোদয়গন,মানববন্ধনে বক্তব্য রাখেন
, বক্তারা বলেন,ফ্রান্সে হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ ইসলাম ধর্মের প্রতি চরম অবমাননা এবং মুসলমানদের হৃদয়ে ছুরিকাঘাতের শামিল। এর মাধ্যমে মূলত বিশ্বব্যাপী ধর্মীয় সহিংসতা ও উগ্রবাদকে উসকে দেয়ার চেষ্টা করা হচ্ছে।ব্যঙ্গচিত্র প্রদর্শনে মহানবী (সাঃ) কে অবমাননার তীব্রনিন্দা জানায় ও অবিলম্বে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।ক্ষমা না চাইলে ফ্রান্সের মালামাল বয়কোট, কুটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করবে।বিশ্ব মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে তা না হলে ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দেওয়া জন্য সরকারের প্রতি আহবান জানান।উক্ত মানববন্ধন বিক্ষোভ মিছিলটি পরিচালনা করেন গোসাইবাগ শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুফতী ফয়জুল্লাহ আয়ুবী পরে দোয়া পরিচালনার মাধ্যমে উক্ত মানববন্ধন সমাপ্ত করা হয়।
এম.এস.24.বি.ডটকম
এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
0 komentar: