গজারিয়া প্রতিনিধিঃ মানবসেবা সংবাদ ২৪. ব্লগস্পট ডটকমঃ আজ ০৬ নভেম্বর ২০২০ খ্রিঃ রোজ শুক্রবার বিকাল ০২:৩০ ঘটিকায় মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার বৈদ্যার বাজার হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে ,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী অরাজনৈতিক সংগঠন জাতিয় শিক্ষক ফেরাম মুন্সিগঞ্জ সদর থানার শিক্ষক সম্মেলন, উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,জনাব মুফতী সাইফুল ইসলাম সাইফ,সভাপতি ,জাতিয় শিক্ষক ফোরাম ,মুন্সিগঞ্জ জেলা শাখা,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ,মাওলানা এমদাদুল্লাহ হক্কানী,সহ সভাপতি,জিাতিয় শিক্ষক ফোরাম,মুন্সিগঞ্জ জেলা শাখা,বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,নূর মোহাম্মদ শিকদার,সাধারন সম্পাদক,জাতিয় শিক্ষক ফোরাম,মুন্সিগঞ্জ জেলা শাখা,জনাব রুহুল আমীন ভূইয়া ,সদর,মুজাহিদ কমিটি,গজারিয়া উপজেলা শাখা,জনাব নাসির উদ্দিন, সভাপতি, ইসলামি আন্দোলন বাংলাদেশ,গজারিয়া উপজেলা শাখা,জনাব আশরাফ উদ্দিন শরীফ,সাধারন সম্পাদক, ইসলামি আন্দোলন বাংলাদেশ,গজারিয়া উপজেলা শাখা, জসিম উদ্দিন,অর্থ সম্পাদক,জাতিয় শিক্ষক ফোরাম,মুন্সিগঞ্জ জেলা শাখা, উক্ত সম্মেলনে জাতিয় শিক্ষক ফোরাম মুন্সিগঞ্জ সদর থানা শাখায় ১৯ সদস্য বিশিষ্ট যে সকল সম্মানিত ব্যক্তি বর্গ নবাগত কমিটিতে স্থান পেয়েছেন তারা হলেন,
সভাপতিঃ জনাব রফিকুল ইসলাম সহ-সভপতিঃমাওলানা শাহজালাল সেক্রেটারীঃ জনাব দুলাল মাষ্টার জয়েন্ট সেক্রেটারীঃমাওলানা আবুল বাশার সাংগঠনিক সম্পাদকঃমোঃ ওমর ফারুক প্রচার ও প্রকাশনা সম্পাদকঃমাষ্টার অহিদুজ্জামান অর্থ সম্পাদকঃমোঃ কবির হোসেন দফতর সম্পাদকঃমোঃ আব্দুল লতিফ প্রশিক্ষণ সম্পাদকঃকারী ফজলুল আমীন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃমোঃ সাইফুল ইসলাম খান কওমী মাদরাসা বিষয়ক সম্পাদকঃহাফেজ মাওলানা সাইফূল মাহমুদী আলিয়া বিষয়ক সম্পাদকঃ মফুতী আফজাল কলেজ বিষয়ক সম্পাদকঃমোঃ মামুনুর রশিদ মাধ্যমিক স্কুল বিষয়ক সম্পাদকঃমোঃ আব্দুল ছা্ত্তার মাষ্টার প্রাথমিক ও কিন্টার গার্টেন বিষয়ক সম্পাদকঃমোঃ নূরে আলম সিদ্দিকি কেরাতুল কোরআন ও ইবতেদায়ী মাদরাসা বিষয়ক সম্পাদকঃহাফেজ মামুনুর রশিদ মহিলা বিষয়ক সম্পাদকঃমোঃ আল আমিন সরকার শিক্ষক কল্যান বিষয়ক সম্পাদকঃমোঃ আরিফ হোসেন সদস্যঃআলহাজ্ব মোঃ খলিলুর রহমান মুন্সিগঞ্জ গজারিয়া থানা শাখার জাতিয় শিক্ষক ফোরামের নবাগত কমিটিকে, শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা কমিটি ,জাতিয় শিক্ষক ফোরাম ,মুন্সিগঞ্জ জেলা শাখা। উক্ত জাতিয় শিক্ষক ফোরাম গজারিয়া শিক্ষক সম্মেলনের অনুষ্ঠান পরিচালনা করেন,মোঃ আল আমিন সরকার,সাধারন সম্পাদক,মুজাহিদ কমিটি,গজারিয়া উপজেলা শাখা, সভাপতিত্ব করেন জনাব মোঃ রফিকুল ইসলাম এবং উক্ত শিক্ষক ফোরাম সম্মেলনে দোয়া পরিচালনা করেন,মাওলানা এমদাদুল্লাহ হক্কানী,সহ সভাপতি,জাতিয় শিক্ষক ফোরাম,মুন্সিগঞ্জ জেলা শাখা
এম.এস.24.বি.ডটকম
এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
0 komentar: