Saturday, October 31, 2020

অাজ সারগামের ৫ম তম শুভ জন্মদিন, সারগামের অাম্মুর অাবেগঘন ফেইসবুক স্টাটাস

SHARE

নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

অাজ সারগামের ৭ তম শুভ জন্মদিনঃ
অাজ ৩১শে অক্টোবর -২০২০খ্রিঃ রোজ শনিবার, মুন্সিগঞ্জ সদর উপজেলার সম্মানিত উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব সানজিদা অাক্তার, মহোদয়ের একমাত্র কলিজার টুকরো, চৌধুরী তাজবিদ সানজিদ সারগামের শুভ জন্মদিন।


২০১৫ সনের ৩১ শে অক্টোবর সারগাম পৃথিবীতে অাসেন,চৌধুরী তাজবিদ সানজিদ সারগামের জন্মদিনে মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকম ও মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে   শুভেচ্ছা ও অভিনন্দন।

মহান অাল্লাহ তায়লা কাছে দোয়া করি, মহান অাল্লাহ তায়লা যেন সব সময় অামাদের অাদরের সারগামকে সুস্থ্য রাখেন এবং নেক সন্তান হিসেবে কবুল করেন, অামীন,


সারগামের জন্মদিনে সারগামের অাম্মুর অাবেগঘন ফেইসবুক স্টাটাস

৩১ অক্টোবর ২০১৫ খ্রীস্টাব্দের ভরদুপুরে জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়েছিলো আমার।এই দিনেই আমাদের একমাত্র সন্তান সারগাম এসেছিলো পৃথিবী আলো করে।
যদি আমার হাত ছেলের কচি হাত-পায়ে লেগে ওর ব্যাথার কারণ হয় সেই ভয়ে প্রথম ৩৩ রাত একদমই ঘুমাইনি। চাকুরীর ব্যস্ততার মাঝেও ছেলের জন্য ঠিক সময় বের করে রেখেছি।কতোদিন লাঞ্চ আওয়ারে ছেলেকে সময় নিয়ে খাওয়াতে গিয়ে নিজে না খেয়ে অফিসে গিয়েছি!নিজ হাতে গোসল করাতে গিয়ে সময়ের অভাবে এখনো ভেজা কাপড়েই তাড়াহুড়ো করে অফিসে যাই।এসবের কোনোটাতেই অভিযোগ বা আক্ষেপ নেই।সবকিছুতেই ভালো লাগা কাজ করে।সন্তানের জন্য সব সম্ভব❤
সব পরিশ্রমই সার্থক হবে যদি ছেলে 'মানুষ' হয়ে বেড়ে উঠে।
সবার দোয়ায় আল্লাহর রহমতে নিশ্চয়ই ছেলে 'মানুষ' হবেই!!!




মামা

""মামা এমন জিবন তুমি করিও গঠন,
মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভূবণ""

জসিম উদ্দিন 
সহঃ শিক্ষক, 
মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
সদর,মুন্সিগঞ্জ

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/


(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছ)



SHARE

0 komentar: