নিজস্ব সংবাদ ডেস্কঃমানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
আজ ৩১ শে অক্টোবর -২০২০ ইং রোজ শনিবার, বিকাল ৩টায় ছারছীনা দরবারের পক্ষ থেকে বরিশাল শহরে "টাউন হল চত্বরে" ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন ছারছীনা শরীফের পীর সাহেব হুজুরের বড় সাহেবজাদা শাহ আবু নছর নেছার উদ্দিন আহমেদ হুসাইন মাঃজিঃআঃ, হুজুরের বড় জামাতা মাওঃ মির্জা নুরুর রহমান বেগ মাঃ জিঃ আঃ..বাংলাদেশ ছাত্র হিযবুল্লহর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা এনায়েত উল্লাহ ফয়রাভী মাঃজিঃআঃ..এবং বরিশাল বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে হাজার হাজার মুসল্লীরা অংশগ্রহণ করেন। সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন,ফ্রান্সে হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ ইসলাম ধর্মের প্রতি চরম অবমাননা এবং মুসলমানদের হৃদয়ে ছুরিকাঘাতের শামিল।
এর মাধ্যমে মূলত বিশ্বব্যাপী ধর্মীয় সহিংসতা ও উগ্রবাদকে উসকে দেয়ার চেষ্টা করা হচ্ছে।ব্যঙ্গচিত্র প্রদর্শনে মহানবী (সাঃ) কে অবমাননার তীব্রনিন্দা জানায় ও অবিলম্বে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার আহ্ববান জানান।ক্ষমা না চাইলে ফ্রান্সের মালামাল বয়কোট, কুটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করবে।বিশ্ব মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে তা না হলে ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দেওয়া জন্য সরকারের প্রতি আহবান জানান।
এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
https://manobsebasongbad24.blogspot.com/
(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)
0 komentar: