Sunday, October 25, 2020

ডিপিএড প্রশিক্ষণজনিত স্কেল সংক্রান্ত জটিলতা সম্পর্কে অবহিত করতে অাবেদন প্রেরণ

SHARE

মোঃ সাজ্জাদ হোসেন, মুন্সিগঞ্জ জেলা,প্রতিনিধিঃমানবসেবা সংবাদ২৪.
ব্লগস্পট ডটকম 



প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য সবচেয়ে বড় প্রশিক্ষণ হচ্ছে ডিপিএড বা ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন প্রশিক্ষণ। দীর্ঘ ১বছর ৬ মাস মেয়াদি এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের গাঠনিক ও সামষ্টিক মূল্যায়ন করা হয়। ডিপিএড প্রশিক্ষণ মাধ্যমে শিক্ষকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি বেতন কাঠামো পরিবর্তনের কথাও এখানে বলা হয়েছে। কিন্তু দীর্ঘ মেয়াদি এ প্রশিক্ষণ শেষে শিক্ষকদের বেতন নিম্নধাপে নির্ধারন করা হলে বেতন কমে যাচ্ছে। ফলে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন শিক্ষকদের বেতন কাঠামোতে বৈষম্য সৃষ্টি হয়েছে। ডিপিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের বেতন সংক্রান্ত জটিলতা সম্পর্কে অবহিত করতে আজ দুপুর ৩.৩০ মিনিটে লিখিত আবেদন নিয়ে মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মাসুদ ভূঁইয়া মহোদয়ের সাথে মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ডিপিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দের নিয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ প্রশিক্ষণবিহীন শিক্ষকদের চেয়ে ১টি ইনক্রিমেন্ট কম পাচ্ছেন বলে জানিয়েছেন যা ভবিষ্যতে এই ব্যবধান আরো বেশি থাকবে বলে জানিয়েছেন। নেতৃবৃন্দ ডিপিএড প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষনবিহীন শিক্ষকদের বেতনের চিত্র তুলে ধরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় বরাবর আবেদনপত্র দাখিল করেন। শিক্ষকদের মতে, দীর্ঘ দিনের কষ্টের অর্জন এই ডিপিএড প্রশিক্ষণের মাধ্যমে যদি তাদের বেতন কমে যায় তাহলে এ প্রশিক্ষণ গ্রহণে নতুন সব শিক্ষকের মধ্যে অনাগ্রহ প্রকাশ পাবে। তারা আরো বলেন, ডিপিএড প্রশিক্ষণ গ্রহণ করার পর বেতন নিম্নধাপে নির্ধারন না করে উচ্চধাপে নির্ধারন করা হলে এ সমস্যার সমাধান সম্ভব হবে বলে আশা করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মাসুদ ভূঁইয়া বলেন, শিক্ষকদের ডিপিএড প্রশিক্ষণ গ্রহণ করার পর বেতন কমে যাওয়া খুবই দুঃখজনক। তিনি বেতন সংক্রান্ত এই জটিলতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে শিক্ষকদের আশ্বস্ত করেছেন।
এসময়, ডিপিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসানুজ্জামান, সহকারী শিক্ষক,সদর,মুন্সিগঞ্জ,মোঃ জসিম উদ্দিন, সহকারী শিক্ষক, সদর,মুন্সিগঞ্জ,জনাব মোঃ রুহুল আমিন, সহকারী শিক্ষক, টঙ্গীবাড়ী,মুন্সিগঞ্জ,জনাব মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষক, সদর, মুন্সিগঞ্জ, ও জনাব মোঃ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক, টঙ্গীবাড়ী মুন্সিগঞ্জ,তাদের সাথে অারও উপস্থিত ছিলেন,মুন্সিগঞ্জ সদর উপজেলার সহকারী শিক্ষক সমিতির সভাপতি জনাব মোঃ জাকির হোসেন লিটন ও সাধারণ সম্পাদক জনাব মোঃ তানজির মোল্লা প্রমুখঃ

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/


(আমাদের সংবাদ আপঊনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)

SHARE

0 komentar: