Friday, October 16, 2020

সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার বিরাট সুযোগ

SHARE


চাকুরির সংবাদঃমানবসেবা সংবাদ২৪.ব্লগস্পট ডটকমঃ

বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাশিক্ষা কোরে ‘জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার)’ পদে জনবল নিয়োগ দেয়া হবে।
আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর, ২০২০ পর্যন্ত আবেদন করতে পারবেন।-
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
কোর: সেনাশিক্ষা কোর
পদের নাম: জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার)
শিক্ষাগত যোগ্যতা: বিএ/বিএসসি/বিকম/স্নাতক/সমমান
দক্ষতা: পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.০০ এবং এসএসসি ও এইচএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০
অভিজ্ঞতা: শিক্ষা প্রশিক্ষণে ডিগ্রি/ডিপ্লোমা/শিক্ষকতার অভিজ্ঞতা
শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি, বুক স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফিত ৩২ ইঞ্চি
বয়স: ১৪ মার্চ ২০২১ তারিখে ২০-২৮ বছর
প্রার্থীর ধরন: পুরুষ
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
স্বাস্থ্য পরীক্ষা: যোগ্য হতে হবে
সাঁতার: জানতে হবে
আবেদনের নিয়ম: আগ্রহীরা সেনাবাহিনীর ওয়েবসাইট army.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২০

উপস্থিতির সময়সূচি দেখুন >>>

সূত্র: জাগোজবস ডটকম

SHARE

0 komentar: