Friday, October 23, 2020

শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে দাড়ানোর অাহবান, কড়াইবাড়িয়া মানবসেবা সংগঠন, র

SHARE

মোঃ অাব্দুল্লাহ অাল মামুন পাটোয়ারী, কড়ইবাড়িয়া ইউনিয়ন প্রতিনিধিঃ মানবসেবা সংবাদ২৪. ব্লগস্পট ডটকমঃ
শিশু-কিশোর ও নারী নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, বরগুনা জেলার তালতলী উপজেলাধীন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'কড়াইবাড়িয়া মানবসেবা সংগঠন ’। এ নিয়ে সংগঠনটি উদ্বেগ প্রকাশ করেছে।একইসঙ্গে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।বৃহস্পতিবার (২২ অক্টোবর) কড়াইবাড়িয়া মানবসেবা সংগঠন এর সভাপতি, জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন অাকন ও সাধারন সম্পাদক, অাবুল খায়ের, এক বিবৃতিতে এ আহ্বান জানান।বিবৃতিতে তারা বলেন, শিশু-কিশোর ও নারী নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিষয়টি ব্যাপকতা লাভ করায় সমাজের আর সবার মতোই উদ্বিগ্ন কড়াইবাড়িয়া মানবসেবা সংগঠন । অতিসম্প্রতি নোয়াখালীসহ পাহাড়ে ও সমতলে নারী, শিশু ও কিশোর-কিশোরীর প্রতি যে বর্বর নির্যাতন চালানো হয়েছে, এমনকি মাদ্রাসার কোমলমতি শিশুরাও পৈশাচিকতার শিকার হচ্ছে, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।চলমান উদ্বেগ, আতঙ্ক আর হতাশা কাটিয়ে সব শিশু-কিশোর ও নারী নির্যাতন, নিপীড়ন ও হত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া এবং এ ধরনের ঘৃণ্য অপরাধ
সৃষ্টিকারীদের বিরুদ্ধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে কড়াইবাড়িয়া মানবসেবা সংগঠন। নেতারা বলেন, ভবিষ্যতের নেতৃত্ব যাদের হাতে; সেসব শিশু-কিশোরদের বর্তমান পরিস্থিতি এদেশে অত্যন্ত নাজুক। হত্যা, খুন, গুম, পাচার, ধর্ষণ ও নির্যাতন-নিপীড়ন, শোষণ-বঞ্চনার সহজ শিকার হচ্ছে নারী ও শিশু-কিশোররা।

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/


(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)

SHARE

0 komentar: