Monday, September 21, 2020

শিগগিরই প্রাথমিক শিক্ষকদের উচ্চধাপে বেতন ভাতার সুবিধা

SHARE

 


নিজস্ব প্রতিবেদকঃ মানবসেবা সংবাদ ২৪ঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১৩ তম বেতন গ্রেড দ্রুত কার্যকর করা হবে ।সফটওয়ার সংক্রান্ত সমস্যার কারনে উন্নীত  গ্রেডে বেতন ভাতা প্রদান করা সম্ভব হচ্ছেনা । এটি আপডেট কাজ শেষ হলেই বাড়তি সুবিধা প্রদান করা হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতির মাধ্যমে  এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড -১৪ (প্রশিক্ষণপ্রাপ্ত ) এবং বেতন গ্রেড -১৫ (প্রশিক্ষণবিহীন) থেকে ১৩ তম গ্রেডে উন্নীত করে উচ্চধাপে নির্ধারণ করা হয়েছে। বর্তমানে সরকারি কর্মচারিদের বেতন ভাতা নির্ধারিত সফটওয়ার  !আইবাস++! এর মাধ্যমে সম্পন্ন করা হয়।

প্রাথমিক শিক্ষকদের উচ্চধাপে বেতন নির্ধারনের লক্ষ্যে  !আইবাস++! সফটওয়ার আপগ্রেডের কাজ চলমান ,যা শিগগিরেই সম্পন্ন হবে।

বিজ্ঞপ্তিতিতে আরৗ বলা হয় ,মাঠপর্যায়ে  !আইবাস++! এ বেতন নির্ধারনের সাময়িক অসুবিধার বিষয়টি মন্ত্রনালয়ের দৃষ্টি গোচর হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত  !আইবাস++! সফটওয়ারের আপগ্রেডেশন সম্পন্ন হবে ।এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উচ্চধাপে  বেতন নির্ধাণ করতে পারবে।

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে তিন লাখ সহকারি শিক্ষকদের বেতন ভাতা এখনৗ ১৩তম গ্রেডে নির্ধারণ হয়নি।ফলে তারা আগের গ্রেডেই বেতন ভাতা পাচ্ছেন । বর্তমানে তা সমাধানের কথা জানাল সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

লেখাটি শেয়ার করার অনুরোধ করছি। 

SHARE

0 komentar: