Monday, September 21, 2020

অাজকের ১০ টি শীর্ষ সংবাদ, (২১ সেপ্টেম্বর)

SHARE

নিজস্ব প্রতিবেদকঃ মানবসেবা সংবাদ ২৪ ব্লগ ডটকমঃ
 অাজকের বাংলাদেশের ১০ টি শীর্ষ সংবাদ। 

(১) ৬০০ বাল্যবিয়ে বন্ধ করে অালোচনায় এই কিশোর , মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড ভিশনের রিপোর্ট, এই কিশোরীর নাম দোলা বাড়ী বাংলাদেশে

(১)তিস্তার পানি বন্টন অালোচনায় ইতিবাচক অগ্রগতি, জানিয়েছেন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

(৩)ভারত থেকেন অাসল নষ্ট পেঁয়াজ, দাম বাড়ল পাইকারিতে, জানিয়েছেন ব্যাবসায়ীরা

(৪)৮৬৬ মিটার প্রস্থের কর্ণফুলী এখন ৪১০ মিটার, জানিয়েছেন নদী বিশেষজ্ঞরা


(৫)বদলির পরও ছাড়েননি স্বাস্থ্যের দুই ধাপ নিচের  লোভনীয় পদ, জানিয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তরা

(৬)স্বাস্থ্য খাতের ২০ জনের সম্পদের হিসাব চেয়েছে দুদক, দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে। 

(৭)ভ্যাকসিনের ট্রায়ালে ২ দিনের মধ্যে চিঠি দিবে চীন,জানিয়েছেন স্বাস্থ্য সচিব মোঃ অাব্দুল মান্নান 

(৮)মসজিদে বিস্ফোরণঃ তিতাসের ৮ কর্মকর্তা ও কর্মচারী জামিনে মুক্ত,জামিন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ অাফতাবুজ্জামান।

(৯) সামসুল হায়দার হত্যাঃ মৃত্যুদন্ডপ্রাপ্ত অাসামি সবাই খালাস,হাইকোর্টের রায়ে সব অাসামি খালাস পায়।

(১০)নিষেধাজ্ঞা প্রত্যাহার, চীন-রাশিয়া থেকে অস্ত্র কেনার ঘোষণা ইরানের, জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।

লেখাটি শেয়ার করার অনুরোধ করছি। 

SHARE

0 komentar: