Sunday, September 27, 2020

অামতলীর তিন ফসলী জমিতে পাওয়ার গ্রীড না বসানোর দাবীতে মানববন্ধন

SHARE

কৃষি সংবাদঃ মোঃ জাহিদ হাসানঃ বরগুনা জেলা প্রতিনিধিঃমানবসেবা সংবাদ২৪. ব্লগস্পট ডটকমঃ

তিন ফসলী জমিতে পাওয়ার গ্রীড কম্পানি অফ বাংলাদেশ কর্তৃক ৫০একর জমির অধিক গ্রহন দাবিতে মানববন্ধন করেছে আমতলী এলাকাবাসি

আজ বেলা ১২টায় আমতলী উপজেলার খুরইয়াখেয়াঘাট বাজারে মূল সড়কে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসুচি পালন করেন ইউনিয়নের সর্বস্তরের জনগন। প্রায় ২হাজার লোকের অংশগ্রহনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহের উদ্দিন মৃধা

এলাকাবাসির দাবি তিন ফসলি জমি একর করে নেয়ায় পায়তারা চালাচ্ছে পাওয়ার গ্রীড কম্পানি এতে করে পথে বসতে হবে
এলাকার গরিব,অসহায় ও সাধারন কৃষকদের।
SHARE

0 komentar: