তিন ফসলী জমিতে পাওয়ার গ্রীড কম্পানি অফ বাংলাদেশ কর্তৃক ৫০একর জমির অধিক গ্রহন দাবিতে মানববন্ধন করেছে আমতলী এলাকাবাসি
আজ বেলা ১২টায় আমতলী উপজেলার খুরইয়াখেয়াঘাট বাজারে মূল সড়কে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসুচি পালন করেন ইউনিয়নের সর্বস্তরের জনগন। প্রায় ২হাজার লোকের অংশগ্রহনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহের উদ্দিন মৃধা
0 komentar: