Sunday, September 27, 2020

অবশ্যই অামাদের সবাইকে জানা প্রয়োজন।

SHARE

সচেতনতা মূলক সংবাদঃ মানবসেবা সংবাদ ২৪.ব্লগস্পট ডটকমঃ

অনেক সময় জন্মদিন উপলক্ষে দুষ্টমি করে বন্ধু/বান্ধবীর মুখ কেক এর মধ্যে ঢুকিয়ে দেয়া হয়।

অনেক সময় কেক এর উচ্চতা বেশি কিংবা ওজন বেশি হওয়ায় কেক এর মধ্যে সরু কাঠি বসানো হয় যাতে ভারসাম্য সঠিক থাকে। এমন অবস্থায় যেকোন দুর্ঘটনা হতে পারে এমনকি এসব সরু কাঠি চোখ নষ্টও করে দিতে পারে। তাই ভুলেও আর কখনো কারো মুখ কেক এর মধ্যে দিবনা

নিজেও সাবধান হোন অন্যকেও সাবধান করুন, ধন্যবাদ।

(অামাদের সচেতনতা মূলক লেখাটি ভাল লাগলে শেয়ার ও কমেন্ট করার অনুরোধ করছি) 
SHARE

0 komentar: