Tuesday, June 20, 2023

অনলাইন বদলি সফটওয়্যারে, সহকারী/প্রধান শিক্ষকগণের বদলিকৃত বিদ্যালয়ে যোগদান সম্পর্কিত পরিপত্র

SHARE

 অনলাইন বদলি সফটওয়্যারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/প্রধান শিক্ষকগণের বদলিকৃত বিদ্যালয়ে যোগদান সম্পর্কিত। (২০/০৬/২০২৩)



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারপ্রা

থমিক শিক্ষা অধিদপ্তর সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ www.dpe.gov.bd

স্মারক নং: ৩৮.০১.০০০০. 185.19.103.23-৫৪০

তারিখ:

০৬ আষাঢ় ১৪00 ২০ জুন ২০২৩

বিষয়ঃ অনলাইন বদলি সফটওয়ারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/প্রধান শিক্ষকগণের বদলিকৃত বিদ্যালয়ে যোগদান সম্পর্কিত।

সূত্রঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পত্র নং- ৩৮.০১.000018219.00323-৩৪০, তারিখ: ১০ এপ্রিল ২০২৩

উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/প্রধান শিক্ষকগণের অনলাইন বদলি সফটওয়ারের মাধ্যমে বদলি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ প্রক্রিয়ায় জারিকৃত বদলির আদেশে যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/প্রধান শিক্ষকগণের বদলিকৃত বিদ্যালয়ে মামলাজনিত কারণে / পদ শূন্য না থাকার কারণে/নবসৃষ্ট পদে বদলি জনিত কারনে যোগদান করতে পারছেন না এরুপ শিক্ষকগণের তথ্য এবং উক্ত শিক্ষকের বদলিকৃত বিদ্যালয়ের পরিবর্তে বিকল্প শুন্য পদ বিশিষ্ট। বিদ্যালয়ের নামের প্রস্তাব (তাঁর আওতাধীন জেলার তথ্য জেলাভিত্তিক সমন্বিত করে) ১৩/০৪/২০২৩ তারিখের মধ্যে প্রেরণের নির্দেশনার প্রেক্ষিতে সকল বিভাগ থেকে পাওয়া গিয়েছে। তথাপি বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্তভাবে এখনও অনুরুপ প্রস্তাব প্রেরণ করা হচ্ছে।

এমতাবস্থায়, জরুরী ভিত্তিতে আগামী ২৫/০৬/২০২৩ তারিখের মধ্যে তাঁর নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে যেসকল শুন্য পদের তথ্য প্রেরণ করা হয়েছে তা ব্যতিত পরবর্তী সময়ে বিক্ষিপ্তভাবে প্রেরিত তথ্যসহ অবশিষ্ট শুন্য পদের তথ্য সমন্বিত করে ইমেইলযোগে (dpeadbidda@gmail.com) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য নির্ধারিত সময়ের পর প্রেরিত কোন প্রস্তাব কোনক্রমে প্রহণযোগ্য হবে না। পরবর্তীতে এসংক্রান্ত কোন জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্মরর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

১। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (সকল), (অনতিবিলম্বে নির্ধারিত সময়ের পরে প্রেরিত তথ্যসহ অবশিষ্ট সকল শুন্য পদের তথ্য জরুরীভিত্তিতে স্ব-স্ব বিভাগীয় উপপরিচালকের মধ্যেমে প্রেরণের অনুরোধসহ)

২। উপজেলা শিক্ষা অফিসার (সকল) (অনতিবিলম্বে নির্ধারিত সময়ের পরে প্রেরিত তথ্যসহ অবশিষ্ট সকল শুন্য পদের তথ্য জরুরীভিত্তিতে স্ব-স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট প্রেরণের অনুরোধসহ)

SHARE

0 komentar: