Thursday, January 19, 2023

" মাষ্টার বাবু" কবিরাজ মনির হোসেন

SHARE

   
          " মাষ্টার বাবু "
        কবিরাজ মনির হোসেন
সহকারী শিক্ষক, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,সদর,মুন্সিগঞ্জ

পথিক বাবুরে অটোওয়ালা কয় ডেকে,
হাঁটা পথে কেনো যাচ্ছেন,গাড়ির রাস্তা রেখে।
চাকরি করেন আপনাদের তো কাঁড়ি কাঁড়ি টাকা,
আমাদের যে দিন চলে না,না ঘুরালে চাকা।
ইচ্ছা করলে যখন তখন কিনতে পারেন গাড়ি!,
- না রে মশাই আমি একজন ছোট্ট কর্মচারী।
তুমি চাইলে যত খুশি রোজগার করতে পারো,
আমার মশায় নির্দিষ্ট আয়, বেতন সোয়া বারো।
এতেই আমার বাবুগিরি, ঘর ও সংসার চলে ;
চাইলেও যায় না কামলা দেয়া,মাস্টার বাবু বলে।

ওঠেন ওঠেন,তাড়াতাড়ি যেতে পারবেন ঘরে ;
সমস্যা নাই,সময় আছে--গেলাম না হয় পরে।
'সময় থেকে টাকা দামী' থাকলে টানাপোড়েন ;
ছয় ঘণ্টাও লেট করে কেউ,সহজ পথও ঘোরেন।
নিত্য পণ্যের মূল্য দ্যাখছো! কেমন ছিনিমিনি ;
ছোট্ট তবু বড়োর মতো একই দামে কিনি...।
চল্লিশ টাকায় আশি টাকার চাল কি কেহ দিবে,
উঠতে বলো,একশোর ভাড়া পঞ্চাশ টাকায় নিবে?
হাঁটেন হাঁটেন, হাঁটতে হাঁটতে হয়ে যাবেন কাবু ;
না রে মশাই অভ্যাস আছে, আমি মাস্টার বাবু।
শক্তি আছে, হেঁটে করি কিছু টাকা উশল ;
বাস্তবতা পোষায় নিতে ভুলি নিজের কুশল।

গাড়ি চালাও তোমার ইনকাম আমার চেয়ে ভালো ;
তবু আমি বাবুর বেশে জ্বালাই জ্ঞানের আলো।
আমি যদি কামলা খাটি কিংবা চালাই অটো,
আমার প্রিয় ছাত্র-ছাত্রীর বদলে যাবে মটো।
নিজকে ওরা ছোট ভাববে,ভাববে বড়ো টাকা ;
লিখে পড়ে কী লাভ হবে, আগেই ঘুরাই চাকা।

মাস্টার আমি পথ হাঁটিলেও নিত্য থাকি আশায়,
বাড়বে সম্মান,সম্মানীও; সবার ভালোবাসায়।
SHARE

0 komentar: