Tuesday, January 24, 2023

কবিরাজ মনির হোসেনের কবিতা, গর্বের পরিচয়।

SHARE

 


গর্বের পরিচয়

কবিরাজ মনির হোসেন 


বাংলাদেশকে বাঁচায় রাখছে কৃষক-শ্রমিক-জেলে ;

ক্যানো তোমরা লজ্জা করছো,তাঁদের মেয়ে-ছেলে। 

শ্রমজীবীর সন্তান তুমি --- গর্বের পরিচয় ;

শিকড় ছেড়ে শিখর কভু হবে নাকো জয়।


তোমার সুখের নরম ছোঁয়া শ্রমিক বাবার ঘাম,

তোমার পাতের সুস্বাদু মাছ জেলের প্রাণের দাম। 

কৃষক বাবা ভিজে-পুড়ে ফসল ফলায় বলে, 

সব বাবাদের বাবুগিরি, ঠাট-ফুটানি চলে। 

হিসাব করলে জাতির জন্য কার কী অবদান ;

কৃষক-শ্রমিক-জেলে পাবে সবচেয়ে সম্মান। 


সম্মান নিয়ে চাষীর ছেলে শিক্ষক হচ্ছে আজ ;

মাঝির ছেলে জাহাজ চালায়, শ্রমিক পুত্র জাজ। 

'সামনে তোমার সম্ভাবনা' বুক ফুলিয়ে দাঁড়াও ;

চেষ্টা এবং মেধা দিয়ে বাবার সম্মান বাড়াও।

SHARE

0 komentar: