Wednesday, October 5, 2022

অনলাইন বদলীর সর্বশেষ আপডেটঃ

SHARE



বদলীর সর্বশেষ আপডেটঃ

১। জাতীয়করন শিক্ষকেরা আতীয়করণ থেকে জেষ্ঠতা পাবে।

২। চলতি দায়িত্বের প্রধান শিক্ষকেরা এখন থেকে প্রধান শিক্ষক পদে বদলী আবেদন করতে পারবেন। তবে মামলা থাকলে চলতি দায়িত্বের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষকের শুন্য পদে আবেদন করতে পারবেন না।

৩। একটি বিদ্যালয়ে ৪ জন শিক্ষক বা ১ঃ৪০ হলে বদলী আবেদন করতে পারবেন না।

৪। একটি বিদ্যালয় থেকে প্রধান ও সহকারী শিক্ষক আবেদন করলে বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা ৪ জন বা ১ঃ৪০ রেখে সিনিয়রিটি বিবেচনায় দুইজন শিক্ষকের ক্ষেত্রে যিনি সিনিয়র তিনি যোগ্য হবে অন্যজন রিজেক্ট হবেন। দুই জন সহকারী শিক্ষক আবেদন করলেও একইভাবে সিনিয়রিটি গননা হবে।

৫। দুরুত্ব বিবেচনায় আবেদনের ক্ষেত্রে শিক্ষা অফিসার ওই শিক্ষকের অবস্থান বিদ্যালয় থেকে কতদুর তা দেখে পরবর্তি ধাপে অগ্রগতি করবেন।

৬।ডেপুটেশন প্রাপ্ত শিক্ষক তার মূল বিদ্যালয় থেকে বদলী আবেদন করতে পারবেন।

৭। সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী ইন্সট্রাক্টর এর আবেদন প্রায় ৯০০ টি পেন্ডিং আছে। আগামী কাল রাতের মধ্যে কোন কারন দর্শানো ছাড়ায় সকল পেন্ডিং আবেদন এপ্রুভ করতে হবে। তবে এপ্রুভ করার পূর্বে তথ্য সঠিক কিনা তা যাছাই করতে হবে। সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার এর পেন্ডিং আবেদন জেলাপ্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী ইন্সট্রাক্টর ও ইন্সট্রাক্টর এর পেন্ডিং আবেদন পিটিআই সুপার সুপারিশ করবেন। তবে আবেদন এপ্রুভ এ কোন তথ্য ভুল হবে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
SHARE

0 komentar: