Wednesday, September 28, 2022

মুন্সিগঞ্জ জেলায় চ্যাম্পিয়ন সদর উপজেলার মুক্তারপুর সপ্রাবি এর বালক দল

SHARE



মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলার মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার হাসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে
৬-০ গোলে পরাজিত সদর উপজেলার মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই গৌরব অর্জন করে। শিশুদের ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ফুটবলে মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে ১ম ও ৪র্থ গোলটি করে শাহরুপ চাঁন, ২য় গোলটি করে রুহুল আমিন, ৩য় গোলটি করে সাব্বির, ৫ম গোলটি করে রাকিব ও ৬ষ্ঠ গোলটি করে মাসুদ রানা। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এনামুল আহসান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মোঃ আল-জুনায়েদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ ভূইয়া। এছাড়া বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও সাংবাদিকবৃন্দ খেলার মাঠে উপস্থিত হয়ে খেলোয়ারদের উৎসাহ দান করেন।
SHARE

0 komentar: