মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলার মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার হাসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে
৬-০ গোলে পরাজিত সদর উপজেলার মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই গৌরব অর্জন করে। শিশুদের ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ফুটবলে মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে ১ম ও ৪র্থ গোলটি করে শাহরুপ চাঁন, ২য় গোলটি করে রুহুল আমিন, ৩য় গোলটি করে সাব্বির, ৫ম গোলটি করে রাকিব ও ৬ষ্ঠ গোলটি করে মাসুদ রানা। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এনামুল আহসান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মোঃ আল-জুনায়েদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ ভূইয়া। এছাড়া বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও সাংবাদিকবৃন্দ খেলার মাঠে উপস্থিত হয়ে খেলোয়ারদের উৎসাহ দান করেন।
0 komentar: