Thursday, November 11, 2021

বাবা ও ছেলে দুইজনই বিজয়ী, এ যেন মানুষকে ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার ফল

SHARE


নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

করোনাভাইরাসের সর্বশেষ খবর ও লাইভ আপডেট দেখতে নিচে ক্লিক করুন

https://manobsebasongbad24.blogspot.com/2021/04/blog-post_58.html




 লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবা চেয়ারম্যান ও ছেলে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।তিনি আরও বলেন, চেয়ারম্যান পদে মাওলানা খালেদ সাইফুল্লাহ ও একই ইউনিয়নে সদস্য (মেম্বার) পদে মুফতি নুরুল্লাহ খালিদকে

বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনে চার হাজার ৭৬৮ ভোট পেয়ে খালেদ সাইফুল্লাহ
বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন রাজু তিন হাজার ৭৯৭ ভোট ও নৌকার প্রার্থী নুরুল ইসলাম সাগর এক হাজার ৫১৩ ভোট পেয়েছেন।এদিকে খালেদ সাইফুল্লাহর ছেলে নুরুল্লাহ খালিদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সদস্যপদে৭০০ ভোট পেয়ে নির্বাচিত হন।এ ব্যাপারে খালেদ সাইফুল্লাহ বলেন, আল্লাহর রহমতে সততার সঙ্গে পাঁচ বছর পরিষদ চালিয়েছি। মানুষকে ন্যায্য অধিকার পাইয়ে দিয়েছি। উৎসবমুখর পরিবেশে তারা আমাকে ও আমার ছেলেকে ভোট দিয়ে জয়ী করেছেন। জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আমি চাই, আমার ওয়ারিশরা যেন সারাজীবন জনগণের খেদমত করতে পারে।

(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)

এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/?m=0



SHARE

0 komentar: