Friday, May 21, 2021

এককভাবে কোপা আমেরিকার আয়োজক দেশ হতে যাচ্ছে , আর্জেন্টিনা

SHARE


নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

করোনাভাইরাসের সর্বশেষ খবর ও লাইভ আপডেট দেখতে নিচে ক্লিক করুন

 লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা শুরুর আর এক মাসও সময় বাকি নেই। এর মধ্যেই পরিবর্তন আসছে টুর্নামেন্টের ভেন্যুতে।এতদিন ধরে জানা ছিল, কলম্বিয়া ও আর্জেন্টিনা মিলে যৌথভাবে আয়োজন করবে এবারের কোপা আমেরিকা। কিন্তু সেই অধিকার হারাতে চলেছে কলম্বিয়া। এখন এককভাবে কোপার আয়োজক হচ্ছে আর্জেন্টিনা।গত কয়েক সপ্তাহ ধরেই রাজনৈতিক অস্থিরতা চলছে কলম্বিয়ায়। পাশাপাশি করোনাভাইরাস পরিস্থিতিও খুব একটা নিয়ন্ত্রণে নেই তাদের। তাই সবধরনের নিরাপত্তার কথা ভেবে কলম্বিয়াকে এবারের আয়োজক দেশ থেকে সরিয়ে দেয়া হচ্ছে।এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এই সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে এবং শিগগিরই দেয়া হবে আনুষ্ঠানিক বিবৃতি।বিশ্বের কাছে নিজেদের দেশকে নিরাপদ এবং করোনা ঢেউ ঠেকানোর জন্য প্রস্তুত হিসেবে দেখানোর অনেক চেষ্টাই করেছে কলম্বিয়া সরকার। কিন্তু রাজনৈতিক অস্থিরতা থামা কিংবা করোনা পরিস্থিতি উন্নতির কোনো ছাপ তারা দেখাতে পারেনি।তাই শুধু আর্জেন্টিনায় হবে এবারের কোপা আমেরিকা। শিগগিরই টুর্নামেন্টের ভেন্যুসহ অন্যান্য বিষয়াদি চূড়ান্ত করে জানিয়ে দেয়া হবে। আগামী ১৪ জুন চিলি ও আর্জেন্টিনার ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এবারের কোপা আমেরিকা।



(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)

এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/?m=0



SHARE

0 komentar: