নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
করোনাভাইরাসের সর্বশেষ খবর ও লাইভ আপডেট দেখতে নিচে ক্লিক করুন
বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের অভিন্ন আইডি কার্ড প্রদানের নির্দেশনা দিয়ে পত্র জারী করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ( ডিপিই)।
সম্প্রতি ডিপিই মহাপরিচলক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত পত্রটি দেশের সকল উপজেলা শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে। ডিপিইর www.dpe.gov.bd ওয়েবসাইটে দেশের সকল প্রাথমিক শিক্ষকের পরিচয়পত্র দেওয়া আছে
পত্রে বলা হয়েছে, ডিপিইর ওয়েবসাইটে উপজেলা শিক্ষা অফিসার নিজের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ই- মনিটরিং সিস্টেমে প্রবেশ করবেন। 'শিক্ষক ব্যবস্থাপনা' মেনু হয়ে 'শিক্ষক/ শিক্ষিকাদের আইডি কার্ড' মেনুতে ক্লিকের মাধ্যমে লিংকে প্রবেশ করলে তিনি তার উপজেলার সকল শিক্ষকের ছবি ও প্রয়োজনীয় তথ্যসহ আইডি কার্ডের তালিকা দেখতে পাবেন।
তালিকা যাচাই করে কোন সমস্যা হলে ই-মনিটরিং সিস্টেমে তথ্য সংশোধন করে আইডি কার্ড প্রিন্ট করবেন। প্রিন্টের পর উপজেলা শিক্ষা অফিসার স্বাক্ষর করে শিক্ষকদের ব্যবহারের জন্য প্রদান করবেন।
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
0 komentar: