নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
করোনাভাইরাসের সর্বশেষ খবর ও লাইভ আপডেট দেখতে নিচে ক্লিক করুন
নতুন উপবৃত্তির তালিকার জন্য যে যে বিষয়গুলো মনোযোগ দিয়ে করতে হবেঃ
1) সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে উপবৃত্তির তালিকা আপডেট করে রাখতে হবে। যাতে পরবর্তিতে নগদ পোর্টালে Q3 ও Q4 ওপেন করা হলে ডাটা এন্ট্রি করা যায়।
2) বর্তমানে Q1 ও Q2 প্রক্রিয়াধীন এবং Q1 ও Q2 বিতরণের পর Q3 ও Q4 ওপেন করা হতে পারে।
3) সম্ভবত ক্লাস অটোআপডেট এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নাম কর্তিত হয়ে Q3 ও Q4 ওপেন হবে।
4) শুধুমাত্র ২০২১ সালে ভর্তিকৃত নতৃন শিক্ষার্থী, ২০২০ সালের পুনরাবৃত্তি (যাদের নাম ২০২০ সালের তালিকায় ছিল না) এবং ভুলে বাদ পড়া শিক্ষার্থীদের তালিকা করতে হবে।
5) নগদ পোর্টালে বিদ্যমান আছে এমন শিক্ষার্থীর নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করলে ডাটা এন্ট্রিতে বিঘ্ন ঘটবে এবং ডিমান্ড থেকে বাদ পড়বে। তাই ভালোভাবে যাচাই করে তালিকায় নাম অর্ন্তভুক্ত করতে হবে যাতে ডুপ্লিকেট না হয়।
6) Q1 বা Q2 এর প্রিন্ট কপিতে রোল নং (যদি পরিবর্তিত হয়ে থাকে) এবং নতুন প্রাপ্ত অন্যান্য তথ্য (জন্ম নিবন্ধন নম্বর, এনআইড, মোবাইল নং ইত্যাদি) লালকালি ব্যবহার করে আপডেট করে রাখতে হবে। অন্যত্র চলে যাওয়া শিক্ষার্থীদের নাম চিহ্নিত করে রাখতে হবে
7) একই পরিবারের একাধিক শিশু (বাংলাদেশের যে কোন বিদ্যালয়েই থাকুক) এন্ট্রিতে বানানসহ অভিভাবকের নাম, এনআইডি এবং মোবাইল নং হুবুহু একইরকম না হলে তালিকায় নাম থাকবে কিন্তু ডিমান্ড থেকে বাদ পড়বে।
8) মোবাইল নম্বর পরিবর্তনের ক্ষেত্রে অন্য কোন শিশুর বিপরীতে পরিবর্তিত নম্বরটি এন্ট্রি করা আছে কীনা তা নিশ্চিত হয়ে নিবেন। যদি থাকে তাহলে উভয় শিশু ডিমান্ড থেকে বাদ পড়বে।
9) একই পরিবারের একাধিক শিশুরক্ষেত্রে একজনের মোবাইল নং/এনআইডি পরিবর্তন করলে অন্যজনেরও করতে হবে অন্যথায় উভয় শিশু ডিমান্ড থেকে বাদ পড়বে।
10) মোবাইল নম্বরটি এন্ট্রিকৃত এনআইডি দিয়ে নিবন্ধিত হতে হবে এমন বাধ্যবাধকতা নেই।
11) শিশু/অভিভাবকের নাম জন্ম নিবন্ধন/এনআইডির অনুরূপ হতে হবে এমন বাধ্যবাধকতাও নেই। অভিভাবকের পূর্ণনাম না লিখে সংক্ষিপ্ত নাম লিখলে অনেক বিড়ম্বনা থেকে রেহাই পাওয়া যায়। একই পরিবারের একাধিক শিশুর ক্ষেত্রে অবশ্যই অভিভাবকের নাম বানানসহ হুবুহু একই রকম হতে হবে।
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে) এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
0 komentar: