Monday, January 4, 2021

জেনে নিন নগদ পোর্টালে তথ্য অাপলোডের ধাপসমূহঃ

SHARE

নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

নগদ পোর্টালে তথ্য আপলোডের ধাপসমূহ
পূর্ব প্রস্তুতি:-
এখন থেকে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ এর মাধ্যমে প্রাথমিক শিক্ষার উপবৃত্তি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে সকল প্রয়োজনীয় কার্যক্রম শেষে নগদ লাইভ পোর্টাল ওপেন করে শিক্ষকদের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড উন্মুক্ত করেছে সরকার। প্রাথমিক বিদ্যালয়ের সন্মানিত শিক্ষকবৃন্দ নগদ পোর্টালে প্রাথমিক শিক্ষা উপবৃত্তির তথ্য এন্ট্রি ও আপডেট যেভাবে করবেন তা নিয়ে আমাদের আজকের এই আয়োজন।
‘মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকম ’ এর পাঠকদের জন্য নগদ লাইভ পোর্টালে https://pesp.mynagad.com/ প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির তথ্য এন্ট্রি ও আপডেট সংক্রান্ত নিয়মাবলি ও নির্দেশনাবলি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজ।
প্রাথমিক শিক্ষকদের নগদ পোর্টালে তথ্য এন্ট্রি করার ধাপসমূহঃ
নগদ পোর্টালে তথ্য এন্ট্রির পূর্ব প্রস্তুতি মূলক কাজঃ
১. কাজের সুবিধার জন্য বিদ্যালয়ের পুনরাবৃত্তি সহ সকল শিক্ষার্থীর তথ্য নিম্নোক্ত ছকে রাফ করে নিবেন।
২.প্রদত্ত ছকে শিক্ষার্থীর নাম লেখার সময় শ্রেনিভিত্তিক রোল নং (১,২,৩..... )অনুযায়ী লিখবেন। কারণ নগদ পোর্টালে রোল নম্বর অনুযায়ী সিরিয়াল করা আছে।
৩. প্রদত্ত ছকে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর এবং মাতা/অভিভাবকদের NID নম্বর পুরোটা দিতে হবে।
৪. প্রদত্ত ছকে শিক্ষার্থীর সাথে অভিভাবকের সম্পর্কের ঘরে Sister, brother,Aunt, uncle, grandfather, grandmother, father, mother লিখতে হবে।
পরবর্তী পদক্ষেপ:
১. প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) প্রবেশ করে ডান পার্শ্বে নিচের দিকে "নগদ" পোর্টালের প্রদত্ত লিঙ্কে ক্লিক করুন।
২.ইউজার আইডির ঘরে আপনার বিদ্যালয়ের EMIS কোড লিখুন।
৩. পাসওয়ার্ড এর ঘরে (Q3...........20) পাসওয়ার্ড লিখুন।
৪. প্রধান শিক্ষক তার ই-মেইল আইডি, এনআইডি এবং স্বাক্ষর (সাদা কাগজে স্বাক্ষর করে ছবি তুলে সেই স্বাক্ষরের ছবি আপলোড করে) দিয়ে প্রোফাইল কমপ্লিট করবেন।
৫. প্রধান শিক্ষক আবশ্যিকভাবে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে নেবেন।
৬.নতুন পাসওয়ার্ড দিয়ে ঢোকার পর স্কিনের বাম পাশের school list এ ক্লিক করে Edit students list এ ক্লিক করে একটু অপেক্ষা করুন।
৭. স্কিনের ওপরে Class সিলেক্ট করে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংশোধন করুন।
৮. ১ম পাতা এডিট করার পর নিচের Arrow বাটন এ ক্লিক করে নেক্সট পেজ এ প্রবেশ করুন।
৯. একটি শ্রেণীর শিক্ষার্থীদের সম্পূর্ণ তথ্য এডিট করার পর স্কিনের উপরে সেভ বাটনে ক্লিক করুন।
১০. মনে রাখবেন একটি শ্রেণীর সকল শিক্ষার্থীর সকল কলাম পূরণ করার পরই শুধুমাত্র আপনি সেভ করতে পারবেন।আশা করছি দু-একদিনের মধ্যেই সফটওয়্যার আপডেট হওয়ার পর ২/১ জন শিক্ষার্থীর তথ্য এডিট করলেও সেভ করা যাবে।
১১.আপনার বিদ্যালয়ের ২০২০সালে অধ্যয়নরত সকল (পুনরাবৃত্তি সহ) শিক্ষার্থীর তথ্য এডিট করার পর যারা চলতি কোয়ার্টারে উপবৃত্তির পাওয়ার যোগ্য তাদের কলামের পাশে টিক চিহ্ন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।
১২. পরবর্তীতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় অনুমোদনের পর শিক্ষার্থীদের নামের পাশে মাসওয়ারি টাকার পরিমাণ লিখে পুনরায় সাবমিট বাটনে ক্লিক করুন।
১৩.আপনি একটি কথা বিশেষভাবে মনে রাখবেন, এখানে প্রদত্ত মোবাইল নাম্বার টি যেন প্রদত্ত এনআইডি দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির নামেই রেজিস্ট্রেশন করা থাকে। প্রতিষ্ঠান প্রধান হিসেবে এটি যাচাই-বাছাই করে দেখা আপনার দায়িত্ব

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/


(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)

SHARE

0 komentar: