Tuesday, January 12, 2021

দেখে নিতে পারেন, মুন্সিগঞ্জ পৌরঃ নির্বাচনে প্রায় ৫২ জন প্রার্থী, লড়ছেন বিভিন্ন পদ,এলাকা ও প্রতিকে

SHARE




নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

আজ ১১ জানুযারী -২০২১ খ্রিঃ রোজ সোমবার , মুন্সিগঞ্জ পেীরসভা নির্বাচনে অংশ নেয়া প্রার্থ ীদের মাঝে প্রতিক বরাদ্ধ করা হয়ঃ

এতে আসছে মুন্সিগঞ্জ পেীরসভা নির্বাচনে

মেয়র পদেঃ ৫ জন

মহিলা কাউন্সিলর পদেঃ ৯ জন

কাউন্সিলর পদেঃ ৩৯ জন

মেয়র পদেঃ জন হলেন,

মুন্সীগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হচ্ছেন হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবনির্বাচনে তার প্রতীক হচ্ছে নৌকা। গত নির্বাচনেও তিনি নৌকা প্রতীক নিয়ে জয়ের মালা গলায় পড়েন। এ নির্বাচন তার দ্বিতীয় পর্যায়ের নির্বাচন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হচ্ছেন মুন্সীগঞ্জ শহর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ শহিদুল ইসলাম শহিদ কমিশনার। তার প্রতীক হচ্ছে ধানের শীষ। এ নির্বাচনে তিনি এ পদে নতুন মুখ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হচ্ছেন আ: রাজ্জাক হোসেনতার প্রতীক হচ্ছে হাত পাখা। এ নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হচ্ছে তিনজন। আর স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছে মাত্র দুইজন। এই স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন এডভোকেট মুজিবুর রহমান। তার প্রতীক হচ্ছে নারকেল গাছ আর অপর স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এম.এ. কাদের মোল্লাতার প্রতীক হচ্ছে মোবাইল ফোন।




মহিলা কাউন্সিলর পদেঃ জন হলেন,

মুন্সীগঞ্জ পৌরসভার(কোটগাও, দক্ষিণ কোটগাও,মধ্য কোটগাও ও,পুরিাতন হাসপাতাল ও মাঠপাড়া এলাকাখালইষ্ট,জগধাত্রীপাড়া,মালপাড়া,বাগমুদালী,মানিকপুরওজমিদারপাড়াএলাকাইদ্রাকপুর,হাটলক্ষীগঞ্জ ও শ্রীপল্লী এলাকা)) সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১, ২ ও ৩ নংয়ে তিনজন নারী প্রার্থী রয়েছে। তারা হচ্ছেন গত দুই দুইবারের সফল কাউন্সিলর নার্গিস আক্তার। তার প্রতীক হচেছ আনারস। অপর দুই প্রার্থী এ নির্বাচনে নতুন মুখ। তারা হচ্ছেন এড. নাজমা আক্তার নীরা। তার প্রতীক হচ্ছে চশমা হুমায়রা আক্তার রিমা। তার প্রতীক হচ্ছে অটোরিক্সা।


মুন্সীগঞ্জ পৌরসভায় সংরক্ষিত(
পূর্ব দেওভোগ ও ভিটিশিলমন্দিগনকপাড়া,বৈখর ও পশ্চিম দেওভোগকাটাখালি ,রনছবেপারীবাড়ী, রনছ হাওলাদার পাড়া ,রনছ হাওলা পাড়া, ঋষিপাড়া, রুহিতপুর রনছপারুলপাড়া ও মধুপুর)) ৪, ৫ ও ৬ নংয়ে দুইজন নারী প্রার্থী রয়েছেন । তাদের মধ্যে রয়েছেন বর্তমান কাউন্সিলর হোসনে আরাতার প্রতীক হচ্ছে অটোরিক্সা। আর নতুন মুখ হিসেবে পারভিন আক্তারতার প্রতীক হচ্ছে আনারস।


মুন্সীগঞ্জ সংরক্ষিত(
উত্তর ইসলামপুর,নয়াপাড়া ও চরকিশোরগঞ্জযোগনীঘাট,দক্ষিণ ইসলামপুর,পূর্ব শীলমান্দ ও চরশিলমন্দি আংশিকপাচঘড়িয়াকান্দি.চরশিলমন্দি আংশিক,চরহায়দ্রাবাত,চঙ্গপাড়া,রমজানবেগ ও গুচ্ছগ্রাম) মহিলা ওয়ার্ড ৭, ৮ ও ৯ নংয়ে চারজন প্রার্থী রয়েছে। নারীদের মধ্যে এখানেই সবচেয়ে বেশি প্রার্থী নির্বাচনী লড়াইয়ে মাঠে নেমেছেন। তারা হচ্ছেন নাসিমা আক্তার সিমাতার প্রতীক হচ্ছে অটোরিক্সা। তিনি এর আগেও এখানে কাউন্সিলরের দায়িত্ব পালন। অন্যান্য প্রার্থীরা এখানে নতুন মুখ। তারা হচ্ছেন পাখি বেগম। তার প্রতীক হচ্ছে টেলিফোনরুমা বেগমতার প্রতীক হচ্ছে জবা ফুলসেলিনা বেগমতার প্রতীক হচ্ছে আনারস প্রতীক

কাউন্সিলর পদেঃ ৩৯ জন হলেন,

মুন্সীগঞ্জ পৌরসভার (কোটগাও, দক্ষিণ কোটগাও,মধ্য কোটগাও ও,পুরিাতন হাসপাতাল ও মাঠপাড়া এলাকা) সাধারণ ওয়ার্ডের নংয়ে আটজন প্রার্থী রয়েছেন। তারমধ্যে ছয়জন প্রার্থী নতুন মুখ হিসেবে এ নির্বাচনে লড়াইয়ে প্রতীক বরাদ্দ পেয়েছেন। তারা হচ্ছেন মো. খায়রুল ইসলাম। তার প্রতীক হচ্ছে উটপাখিএড. মো. নাহিদ হাসানতার প্রতীক হচ্চে ব্ল্যাক বোর্ড। বর্তমান কাউন্সিলর ফরহাদ হোসেন আবিরতার প্রতীক হচ্ছে পানির বোতল)।
মজিবুর রহমান খোকা। তার প্রতীক হচ্ছে গাজর। মো. মনির হোসেন। তার প্রতীক হচ্ছে টেবিল ল্যাম্প। গত পৌর নির্বাচনে তিনি অংশ গ্রহণ করে ছিলেন। মো. মিরাজুল ইসলাম। তার প্রতীক হচ্ছে পাঞ্জাবীহিরন। তার প্রতীক হচ্ছে ডালিম


মুন্সীগঞ্জ পৌরসভার ( খালইষ্ট,জগধাত্রীপাড়া,মালপাড়া,বাগমুদালী,মানিকপুর ও জমিদারপাড়া এলাকা)নং ওয়ার্ডে সাতজন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। তার মধ্যে পাঁচজন প্রার্থীই নতুন মুখ। আবু জাফর মো. সাইফুল বিন সামাদ। তার প্রতীক হচ্ছে ব্ল্যাক বোর্ড। এ নির্বাচনে তিনি নতুন মুখ। এস.এম. মশিউর রহমান ববিতার প্রতীক হচ্ছে ডালিম। এর আগেও তিনি এখানে কাউন্সিলরের দায়িত্ব পালন করেন। এস.এম. আরিফ
তার প্রতীক হচ্ছে টেবিল ল্যাম্পমোহাম্মদ মাহাবুব আলম। তার প্রতীক হচ্ছে পাঞ্জাবী। এ নির্বাচনে তিনি নতুন মুখ। সোহেল রানা রানু। তার প্রতীক হচ্ছে পানির বোতল। এ নির্বাচনে তিনি নতুন মুখ। বর্তমান কাউন্সিলর আব্দুল মান্নান দর্পন। তার প্রতীক হচ্ছে উটপাখি। হুমায়ুন কবির তার প্রতীক হচ্ছে ব্রীজ। এ নির্বাচনে তিনি নতুন মুখ।


মুন্সীগঞ্জ পৌরসভার(ইদ্রাকপুর,হাটলক্ষীগঞ্জ ও শ্রীপল্লী এলাকা) নং ওয়ার্ডের প্রার্থীরা হচ্ছেন আব্দুল্লাহ আল মামুনতার প্রতীক হচ্ছে উটপাখি। বর্তমান কাউন্সিলর মো. মকবুল হোসেনতার প্রতীক হচ্ছে ডালিম।


মুন্সীগঞ্জ পৌরসভার( পূর্ব দেওভোগ ও ভিটিশিলমন্দি) নং ওয়ার্ডের প্রার্থীরা হচ্ছেন বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন। তার প্রতীক হচ্ছে ব্ল্যাক বোর্ড। এডভোকেট মাহবুবুর রশীদ। তার প্রতীক হচ্ছে টেবিল ল্যাম্প। মিলন হাওলাদার। তার প্রতীক হচ্ছে ডালিম। মো. আলী আকবর চায়নাতার প্রতীক হচ্ছে উটপাখি।


মুন্সীগঞ্জ পৌরসভার( গনকপাড়া,বৈখর ও পশ্চিম দেওভোগ) নং ওয়ার্ডের প্রার্থীরা হচ্ছেন দীন ইসলাম। তার প্রতীক হচ্ছে ব্ল্যাক বোর্ড। বর্তমান কাউন্সিলর মতিউর রহমান স্বপন। তার প্রতীক হচ্ছে পাঞ্জাবীমো. মনির হোসেন। তার প্রতীক হচ্ছে উটপাখি।


মুন্সীগঞ্জ পৌরসভার(কাটাখালি ,রনছবেপারীবাড়ী, রনছ হাওলাদার পাড়া ,রনছ হাওলা পাড়া, ঋষিপাড়া, রুহিতপুর রনছপারুলপাড়া ও মধুপুর)নং ওয়ার্ডের প্রার্থীরা হচ্ছেন আবু সাত্তার মুন্সী। গত নির্বাচনে তিনি অংশ নিলেও জয় লাভ করতে পারেননি। এ নির্বাচনে তার প্রতীক হচ্ছে টেবিল ল্যাম্প। গাজী মশিউর রহমান। তার প্রতীক হচ্ছে উটপাখি। পান্নু গাজীতার প্রতীক হচ্ছে পাঞ্জাবী। বর্তমান কাউন্সিলর মো. আওলাদ হোসেন। তার প্রতীক হচ্ছে ডালিম। মো. শহীদুল ইসলাম (লিটন)। তার প্রতীক হচ্ছে ব্ল্যাক বোর্ড।



মুন্সীগঞ্জ পৌরসভার(উত্তর ইসলামপুর,নয়াপাড়া ও চরকিশোরগঞ্জ) নং ওয়ার্ডের প্রার্থীরা হচ্ছেন আবু সুফিয়ান। তার প্রতীক হচ্ছে ব্ল্যাক বোর্ড মো. আওলাদ হোসেন। তার প্রতীক হচ্ছে ডালিম। মো. স্বপন। তার প্রতীক হচ্ছে উটপাখি। মো. আফজাল হক তার প্রতীক হচ্ছে পাঞ্জাবী। গত নির্বাচনে সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল হাসান তুষার অংশ গ্রহণ করে ছিলেন। এ নির্বাচনে তার প্রতীক হচ্ছে পানির বোতল। বর্তমান কাউন্সিলর সুলতান বেপারী। তার প্রতীক হচ্ছে ব্রীজ। রাজিব হোসেন বাবুতার প্রতীক হচ্ছে টেবিল ল্যাম্প।



মুন্সীগঞ্জ পৌরসভার(যোগনীঘাট,দক্ষিণ ইসলামপুর,পূর্ব শীলমান্দ ও চরশিলমন্দি আংশিক)নং ওয়ার্ডের প্রার্থীরা হচ্ছেন মোস্তফা হাবিবে আলম। তার প্রতীক হচ্ছে পাঞ্জাবী। এছাড়া এখানে অপর প্রার্থী হচ্ছেন বর্তমান কাউন্সিলর মো. আওলাদ হোসেন। তার প্রতীক হচ্ছে উটপাখি। অন্য প্রার্থী হচ্ছেন মো. জুনায়েদ মিয়া। তার প্রতীক হচ্ছে ডালিম।


মুন্সীগঞ্জ পৌরসভার(পাচঘড়িয়াকান্দি.চরশিলমন্দি আংশিক,চরহায়দ্রাবাত,চঙ্গপাড়া,রমজানবেগ ও গুচ্ছগ্রাম) ৯নং ওয়ার্ডের প্রার্থীরা হচ্ছেন বর্তমান কাউন্সিলর হাজি মো. জাকির হোসেনতার প্রতীক হচ্ছে পাঞ্জাবী। এছাড়া রয়েছেন ছাত্রলীগ নেতা মো. সাজ্জাদ হোসাইন। তার প্রতীক হচ্ছে উটপাখি।


প্রতীক বরাদ্দের বিষয়টি জেলা রিটানিং অফিসার মো. আরিফুল হক নিশ্চিত করছেন। মুন্সীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে এবারের নির্বাচনে ২৫টি কেন্দ্র করা হয়েছে। তারমধ্যে ১৫০টি বুথ রয়েছে।
এখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৫৩ হাজার ৩শ’৭৪ জন। এ নির্বাচনে ২৫টি ভোট কেন্দ্রে ২৫জন প্রিজাইডিং অফিসার কাজ করবেন বলে জানা গেছে। তাকে সহযোগিতা করার জন্য এখানে ১৫০জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৩০০ জন পোলিং অফিসার কাজ করবেন বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/


(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)


SHARE

0 komentar: