Wednesday, November 4, 2020

প্রাথমিক বিদ্যালয় খোলার ব্যাপারে পরিস্কার বক্তব্য দিলেন, অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়

SHARE


নিজস্ব সংবাদঃমানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

১৭ ই মার্চ তারিখের পর থেকে সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ আছে। সর্বশেষ ১৪ নভেম্বর পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে অনেকেই বলছে দীর্ঘ ৮ মাস পরে প্রাথমিক বিদ্যালয় সমুহ খুলতে যাচ্ছে আগামী ১৫ই নভেম্বর থেকে।এমন খবরের সত্যতা উড়িয়ে দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক (DG) আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে বিদ্যালয় খুলবে, এটা ভুল ব্যাখ্যা। তিনি আরো বলেন, বিদ্যালয় খোলার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেই যে, কবে স্কুল খুলবে। বিদ্যালয় খোলার ব্যাপারে দুই মন্ত্রণালয় (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়) বসে সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার, ৪ নভেম্বর গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।মহাপরিচালক বলেন, আগামী ১৪ই নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রয়েছে। আগামী ১৪ই নভেম্বর পর্যন্ত বন্ধ তার মানে ১৫ নভেম্বর থেকে বিদ্যালয় খুলবে এটা ভুল ব্যাখ্যা করা হয়েছে। এটার কোন সত্যতা নেই। তিনি বলেন, আমরা অনেকবারই তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছি। তার অর্থ ছুটির পরের দিন থেকে কি বিদ্যালয় খুলেছি? কোন ধরণের ভুল মেসেজ যেন না যায়

সুত্রঃ দৈনিক বিদ্যালয় ডটকম

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
https://manobsebasongbad24.blogspot.com/
(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)

SHARE

0 komentar: