Sunday, November 15, 2020

তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি, শ্রমিক গ্রেপ্তার

SHARE

 

নিজস্ব সংবাদঃমানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

বরগুনার তালতলীতে নির্মিত কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তালতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ চুরি হওয়া কিছু মালামালসহ আসামি শ্রমিক রতনকে (৪০) গ্রেপ্তার করেছে।স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, চীনা কম্পানি আইসোটেক ও বরিশাল ইলেকট্রিক পাওয়ার কম্পানি লিমিটেডের যৌথভাবে তালতলীর অংকুজানপাড়ায় ৩৫০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ করছেন। ওই নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের কাজের মালামাল থেকে তামার তারসহ বিপুল পরিমান বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক ঝালাই করার তিনটি হোল্ডার, একটি জেনারেটর, ১৮ ব্যারেল জ্বালানী তৈল, পানি উত্তোলনের তিনটি বৈদ্যুতিক মটোর, স্টিল পাইপ ও ১২ ভোল্টেজের দুইটি ভলভো ব্যাটারী চুরি হয়। এ ঘটনায় শনিবার তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ট্রিগল কম্পানির এডমিন অফিসার স্টিভেন চ্যাং বাদী হয়ে তালতলী থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার অন্যতম আসামি তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিক রতন কুমারকে চুরি হওয়া কিছু মালামালসহ গ্রেপ্তার করে আজ আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। উদ্ধার হওয়া মালামালের মধ্যে ১২ ব্যারেল জ্বালানী তৈল, তিনটি খালী ব্যারেল, তিনটি বৈদ্যুতিক মটোর, ১৬ পিস স্টিলের পাইপ ও দুইটি ১২ ভোল্টেজের ভলভো ব্যাটারী। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া মুঠোফোনে বলেন, তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। কিছু মালামাল উদ্ধার ও এক আসামীকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী মালামাল উদ্ধার ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

সুত্রঃ কালের কন্ঠ

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/


(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)



SHARE

0 komentar: