নিজস্ব সংবাদ ডেস্কঃমানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানে মূল্যায়নের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠানের শিক্ষকরাই তাদের মূল্যায়ন করবেন। স্ব স্ব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মূল্যায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।সোমবার (২৩ নভেম্বর) অধিদপ্তর থেকে সব বিভাগীয় উপপরিচালক, জেলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। অধিদপ্তর বলছে, করোনা ভাইরাস মহামারির আগে ১৬ মার্চ পর্যন্ত স্কুলের স্বাভাবিক পাঠদান চলমান ছিল।
পরবর্তী সময়ে করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রম অব্যাহত রাখতে সংসদ টিভি, বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিও, মোবাইল ফোন ও ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের পাঠদান পরিচালনা করা হয়। এ কার্যক্রমে শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্পৃক্ত ছিলেন। এ পরিস্থিতিতে শিক্ষকদের তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মূল্যায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এম.এস.24.বি.ডটকম
এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
0 komentar: