Tuesday, November 17, 2020

১৬তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর

SHARE

  


নিজস্ব সংবাদ ডেস্কঃমানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

১৬তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে। উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।মঙ্গলবার (১৭ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান মো. আকরাম হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।চলতি বছরের ১১ নভেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় মোট ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ জন অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হন ২২ হাজার ৩৯৮ প্রার্থী। এতে স্কুল-২ পর্যায়ে ১ হাজার ২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন এবং কলেজ পর্যায়ে ৪,০৫৫ জনসহ সর্বমােট ২২ হাজার ৩৯৮ জন উত্তীর্ণ হয়।চেয়ারম্যান বলেন, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষ নেয়া হবে। প্রতিটি বোর্ডে ৩০ জনের পরীক্ষা নেয়া হবে। আর প্রতিদিন ৮টি বোর্ড মৌখিক পরীক্ষা গ্রহণ করবে।

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/


(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)


SHARE

1 comment: