নিজস্ব সংবাদঃমানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
নারায়নগঞ্জ টু মুন্সীগঞ্জ নৌ-পথে শীতলক্ষ্যা নদীতে লঞ্চ দিয়ে যাত্রীদের ঝুঁকিতে যাতায়াত করতে হয়। একদিকে বর্ষায় পানি কমে গেছে অন্যদিকে বড় বড় জাহাজগুলো এই নদীটি যেন দখল করে আছে।
বড় বড় জাহাজ থাকার কারনে নদী পথে লঞ্চ চালককে হিমশিম খেতে হচ্ছে। লঞ্চে চলাচলের সময় যাত্রীদের মধ্যেও একটা আতংক কাজ করে। লঞ্চ চালকদের সাথে কথা বলে জানা যায়, তারা এ বিষয়ে কয়েকবার কর্তৃপক্ষকে জানালেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নি। যাত্রীদের অভিযোগ কেন এইভাবে বড় বড় জাহাজ এই ছোট নদীটি দখল করে রাখবে। প্রতিবছর লঞ্চ দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়। এখন যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে এর দায়ভার কে গ্রহণ করবে। এ সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি দাবি করেন যাত্রীগণ।
0 komentar: